নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তহুরা মরিয়ম মিষ্টি

মিষ্‌টি

মিষ্‌টি › বিস্তারিত পোস্টঃ

অভ্যেস বদলান..।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪

রাস্তায় ময়লা ফেলতে দেখলে আমার খুব মেজাজ খারাপ লাগে..।অনেক সুরুচি সম্পন্ন ব্যক্তিকেও দেখেছি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার হাতে কোন একটা অপ্রয়জনীয় কাগজ বা প্যাকেট আছে সেটা সে দ্বিধাহীনভাবে রাস্তায় ছুড়ে মারে..। কেউ কেউ আবার এমনও আছে যারা নিজের ঘর নোংরা দেখতে পারে না অথচ রাস্তায় ময়লা ফেলার আগে একবারও ভাবে না যে সে তার দেশ নোংরা করছ..।

আমার এমনও অনেকদিন গেছে যখন আমার খাওয়া বিস্কিট বা চকলেটের প্যাকেটটা ফেলার জন্য কোন ডাস্টবিন না পেয়ে সেটা ব্যাগে করে বা হাতে করেই বাসা পর্যন্ত নিয়ে এসেছি..। অনেককেই শুনি যে নিজ এলাকা পরিষ্কারের নানা উদ্যোগ নেয় কিন্তু কিছু অসচেতন মানুষগুলোর কারণে কোন কিছু করেই আগানো যায় না..। কিছুদিন আগে শুনেছিলাম দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি ঢাকার কাওরান বাজারের রাস্তা রোজ ঝাড়ু দেয় আর তাই দেখে বাঙালিরা হাস..। কি বাঙালিরে ভাই..! আমরা বুঝিই না কি করলে আমাদের নিজেদেরই ভালো হবে..। শুধু নিজেরটুকু ঠিক থাকুক বাকি দুনিয়া গোল্লায় যা..। আরে ভাই বাকি দুনিয়াটাকেও নিজের মনে করে দেখা শুরু করেন না..! এতদিন যা করছেন তা ভুলে গিয়ে আজকে থেকেই নিজেকে ঠিক করুন..।

আর দয়া করে বলবেন না 'কাল থেকে', কারন এই 'কাল থেকে' সারাজীবন কাল থেকেই থেকে যায়..। এই কাল বরই ভয়ংকর আপনাকে কোনদিন শুধরাতে দিবেন..।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: সবাই যদি আপনার মত সচেতন হতো,তাহলে দেশটা সিঙ্গাপুর সিটি হতে বেশি সময় লাগতো না!

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৬

মিষ্‌টি বলেছেন: সচেতন কি মানুষ জন্ম থেকে হয়? এটা নিজে থেকে হতে হয়। আপনি সচেতন হন আপনার পরিবারকে সচেতন করুন। পরিবার থেকেই সমাজের সৃষ্টি। তো সচেতনতাও পরিবার থেকেই শুরু হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.