নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
প্রশাসনে, লীগে এমনকি সরকারের মধ্যেও জামাত আছে বহুদিন ধরে এ কথা শুনছি।
এখন দেখছি প্রথম আলোতেও জামাত আছে।
যারা আত্মবিক্রি করে খায় তারা খাক। প্রথম আলো কি করে তাদের প্রশ্রয় দেয়?
দুঃখ প্রকাশ করে কি হবে?
যে ক্ষতের তৈরী হল তা কি মুছে যাবে?
প্রথম আলো কি পারবে আগামীকাল পত্রিকার প্রধান শিরোনাম করে ”হাসনাত আবদুল হাই” কে স্থায়ীভাবে বয়কট করার ঘোষনা দিতে?
আমরা জুতো মেরে গরু দান চাইনা। আমাদের প্রতিবাদ শুধু ব্যক্তি হাই’য়ের প্রতিই নয়। ততোধিক প্রথম আলো’র প্রতি। সব কিছুর সিমা থাকা চাই।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
সিফাতুল্লাহ বলেছেন: Click This Link
মামা আমার লুঙ্গি খুলে গেল, মামা আমার লুঙ্গি খুলে গেল।
তোরা দেখিসনে কেউ মোরে, মামা আমার লুঙ্গি খুলে গেল।
এই দেখে গেল, সেই দেখে গেল, কমেন্ট নাকো দিল,
টিভি ক্যমেরার সামনে যে মোর লুঙ্গি খুলে গেল।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৩
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: বড় মামা বলেছেন: মরুবালুতে মুখ গুজলে ঝড় থামে না।
হাসনাত সমাজের একটি চিত্র তুলে ধরেছেন মাত্র। এ সাহসিকতার তাকে ধন্যবাদ। গল্পের চরিত্র সমাজের একটি নারীর ক্ষেত্রেও যদি ঘটে, তার চেয়ে লজ্জার কিছু নাই। মতি-হাসনাত লেখা প্রত্যাহার করে প্রকারান্তরে ওই নারী-লম্পটদের (সমাজের ক্যান্সার) উৎসাহিত করেছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
বড় মামা বলেছেন: মরুবালুতে মুখ গুজলে ঝড় থামে না।
হাসনাত সমাজের একটি চিত্র তুলে ধরেছেন মাত্র। এ সাহসিকতার তাকে ধন্যবাদ। গল্পের চরিত্র সমাজের একটি নারীর ক্ষেত্রেও যদি ঘটে, তার চেয়ে লজ্জার কিছু নাই। মতি-হাসনাত লেখা প্রত্যাহার করে প্রকারান্তরে ওই নারী-লম্পটদের (সমাজের ক্যান্সার) উৎসাহিত করেছে।