নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

কতবড় মিথ্যাবাদী হলে....

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

কতবড় মিথ্যাবাদী হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়?

মাননীয় প্রধানমন্ত্রী, কতখানি আবোলতাবোল বকতে পারলে তাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করেন?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

কে বা কারা বলেছেন: কারে কী কন?

আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।

এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।

ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।

কেমুন ঐলো গল্প?

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: চেপে যান ভাই, গল্পটা জেনে গেলে বিশ্বস্ত সূত্র হয়ে যাবেন আপনিও।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: কে বা কারা বলেছেন: কারে কী কন?

আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।

এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।

ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাবধান! গল্পটা যেন কোন ভাবেই স্বরাষ্ট্র মন্ত্রীর কানে না পৌছায়।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

সোহাগ সকাল বলেছেন: ওরে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলা হোক।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আইআইচকিবরিয়া বলেছেন: সবাই নিজের বিল্ডিঙের চারিদিকে কাঁটাতার অথবা বড়ই ডালের কাঁটা দিয়ে সুরক্ষিত করুন । আপনার শত্রুরা যে কোন সময় ঝাকি দিয়ে আপনার বিল্ডিং ভেঙে ফেলতে পারে ।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কেউ একজন লিখেছেন এত বেশি কাঠাল পাতা না খেতে। খাওয়াটা বোধ হওয় একটু বেশি হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.