নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
কতবড় মিথ্যাবাদী হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়?
মাননীয় প্রধানমন্ত্রী, কতখানি আবোলতাবোল বকতে পারলে তাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করেন?
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: চেপে যান ভাই, গল্পটা জেনে গেলে বিশ্বস্ত সূত্র হয়ে যাবেন আপনিও।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: কে বা কারা বলেছেন: কারে কী কন?
আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।
এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।
ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাবধান! গল্পটা যেন কোন ভাবেই স্বরাষ্ট্র মন্ত্রীর কানে না পৌছায়।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
সোহাগ সকাল বলেছেন: ওরে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলা হোক।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
আইআইচকিবরিয়া বলেছেন: সবাই নিজের বিল্ডিঙের চারিদিকে কাঁটাতার অথবা বড়ই ডালের কাঁটা দিয়ে সুরক্ষিত করুন । আপনার শত্রুরা যে কোন সময় ঝাকি দিয়ে আপনার বিল্ডিং ভেঙে ফেলতে পারে ।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কেউ একজন লিখেছেন এত বেশি কাঠাল পাতা না খেতে। খাওয়াটা বোধ হওয় একটু বেশি হয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
কে বা কারা বলেছেন: কারে কী কন?
আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।
এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।
ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।
কেমুন ঐলো গল্প?