নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

মহানবী(সঃ) এর আসল অনুসারী কে?

০২ রা মে, ২০১৩ সকাল ১১:২৪

ছবি কথা বলে। কেউ শুনতে পায় কেউ পায় না। কারো বিবেক নাড়া দেয়। কারো অবিবেচনার দেয়ালে আছরে পরে মরে।



মহানবী(সঃ) এর আসল অনুসারী কে?

খুজে নেয়ার দ্বায়িত্ব আপনারই।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৪

চারশবিশ বলেছেন: ত্যানা প্যাচানো কি আমাদের অভ্যাস হয়ে গেছে

আগে নিজের দিকে দেখেন
এই প্রচন্ড গরমে আপনি এসি বা ফ্যানের নিচে আরামে কাজ করেন
আপনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ঐ রিক্সাওয়ালাকে
যে কিনা এই প্রচন্ড রোদেও তার কাজ করে যাচ্ছে

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:০৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সিদ্ধান্ত দেইনি, নিতে বলেছি
আতে ঘাঁ কেন লাগল?

২| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৪

হেমায়েতপুরী বলেছেন: আল্লামা শফির হেলিকপ্টারে উড্ডয়ন দেখে চরম হতাশ ছাত্রলীগের একাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা স্বরূপ ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মিকে পার হেড একটি করে হেলিকপ্টার উপহার দিয়েছেন। ছবিতে একজন ছাত্রলীগ কর্মিকে তার হেলিকপ্টার সহ দেখা যাচ্ছে।

খবর ও ফটুঃ বাবানিউজ৪২০.কম

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:০৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সিদ্ধান্ত দেইনি, নিতে বলেছি
আতে ঘাঁ কেন লাগল?

৩| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৬

শফিক১৯৪৮ বলেছেন: আপনার মত দেখতে লাখো লোক রিক্সা চালাচ্ছে যান এক্সুনি রিক্সা চালাতে শুরু করুন লাজ লজ্জা শরম থাকলে।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সত্যিই তাই। আমিও খেটেই খাই। হালাল রুজি করি, প্রতারনা নয়। আর এ আমার লজ্জা নয় গর্ব। কারো নাম ভাংগিয়ে ভিক্ষা করে রাজভোগ খাইনা। আল্লাহ যেন কো্নদিন এমন আগুন দিয়ে পেট না ভড়ান।

৪| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৪৩

হেডস্যার বলেছেন:
বাল্পোষ্ট দিসো, ছাগলের বাচ্চা। ;)

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ছাগলের বাচ্চার কাছ থেকে এর বেশি কিইবা আশা করব?

৫| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৪৪

রমনা টেক বলেছেন: আহম্মদ শফি একটা গ্রেট মাদারচু

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভাই, দয়া করে এমন ভাষা ব্যবহার করবেন না।

৬| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৫১

মৃন্ময় বলেছেন: left side er poge ta darun hoice.............kon film?

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: "হেফাজত"

৭| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:০৬

আদরসারািদন বলেছেন: এই শুয়োর গুলোরে লাথ্থি দিয়ে ব্লগ থেকে বাহির করার দরকার

৮| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সত্য সহ্য করা কঠিন।

৯| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৮

সুজন দেহলভী বলেছেন: মাশাল্লাহ্। এমন পোষ্ট আমাদের পরিশ্রমী হতে প্রেরণা দেয়। আর পোষ্টে গালিগালাজ করে যারা তাদের আসল পরিচয় দেন, তারা জেনে রাখুন নবীজির উম্মতরা কখনো গালমন্দ করে না । নিচু লোক যারা যুক্তি দিতে পারে না, তাদের প্রধান অস্ত্র তার গালাগালি।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: নিচু লোক যারা যুক্তি দিতে পারে না, তাদের প্রধান অস্ত্র তার গালাগালি।

১০| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২২

Toriqul বলেছেন: ধন্যবাদ জনাব আহমদ শফী
আপনি সঠিক পথেই এগোচ্ছেন আপনাকে অভিনন্দন।যতদিন আপনার কাজে ছাত্রলীগ,বাম নাস্তিক ব্লগারদের গা জ্বলবে ততদিন বুঝবেন আপনি ও আপনার অনুসারীরা ঠিক পথেই আছেন।যখনই এরা আপনার প্রশংসা করবে তখন বুঝতে হবে আপনি লাইনচ্যুত হয়ছেন।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হয়ত Toriqul -ই ঠিক!

১১| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৩

পুংটা বলেছেন: দুজনের মধ্যে বিশেষ পার্থক্য হলো একজন ভিক্ষা নেয় আরেকজন ভিক্ষা দেয়। :-&

১২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৮

ভুলে ভরা জিবন বলেছেন: মনে তো হচ্ছে, রিকসাওয়ালা মুসলিম ভাইটা। উনার মাথায় সুন্নাতী রুমালটাও আছে

১৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৩

জিয়ান আহমেদ বলেছেন: Technology এর support নিলে দোষ কোথায় ?? এটাতো আর শুধু খারাপ মানুষের জন্য না। আমরা developing country তো এজন্য আমাদের মনটা এখনও ছোটো। developed country এর মানুষ হলে এটা কোন ব্যাপারই ধরত না। ছবির দ্বিতীয় মানুষটি আমাদেরই সৃষ্টি, এটা কাম্য নয়।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ছবির দ্বিতীয় মানুষটি আমাদেরই সৃষ্টি, এটা কাম্য নয়।

১৪| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: হেফাজতের নেতাদের বিপুল অর্থ খরচ দেখে অবাক হচ্ছি। অবশ্য বাংলাদেশের মতো দেশে অবাক হ্ওয়ার মতো তেমন কিছু আর নাই। এই দেশে সবই সম্ভব।
তবে মনে রাখা দরকার, এই দেশে বিপুল অর্থের মালিক সাধারণ কেউ সৎ পথে হয় না। অসৎ উপায়ে অর্জিত অর্থ জেনে শুনে গ্রহণ করাটা জায়েজ না।

০২ রা মে, ২০১৩ দুপুর ১:০২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
শুন্যস্থান পূরন করুণ। এ দেশে রাতারাতি শত কোটি টাকার মালিক হতে পারে তিন শ্রেনীর মানুষ রাজনীতিবীদ, গার্মেন্টস ব্যাবসায়ী, -------ব্যাবসায়ী,

১৫| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৩

ক্লিকবাজ বলেছেন: হেলিকপ্টারে উঠতে না পারার দুঃখে অনেকের কইলজা পুড়তেছে। আপসোস.........

১৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৯

আইআইচকিবরিয়া বলেছেন: মোঃ গালিব মেহেদী ভাই কেও হেলিকপ্টারে চরানো হোক, জাতির কাছে আমার এই দাবি। আমার দাবি না মানলে আগামিকাল থেকে লাগাতার হরতাল।

১৭| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৯

মুঘল সম্রাট বলেছেন: আপনার পোস্টের অর্থ বুঝি নাই। হেলিকপ্টারে করে কি ইসলাম প্রচার করা নিষেধ ???

হেলিকপ্টারে চড়লে কি নবীজিকে অনুসরন করা যায় না ???

ইসলামে কি আরাম-আয়েশ নিষেধ ???

আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহামামদ (সা: ) আল্লাহর রাসুল।

১৮| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৩৯

রওনক বলেছেন: ধর্ম যার যার:- ঠিক, ব্যক্তিগত তাই সযত্নে রক্ষা করা উচিৎ।
বাংলাদেশ সবার:- এইটাও ঠিক, বাংলাদেশ সবার এমনকি ইন্ডিয়া ভুটানেরও। যে চান্স পায় সেই খায়। কখনও লীগ খায় কখনও বিএনপি। আমি না খাইলে আমার ভাগের টা আর কেউ খাবে।

এখন যারা মওলানা শফি র সাথে হেফাজতে ইসলামের আন্দোলনে একমত না। তাই বলে তার বিরুদ্ধেও না।
আর যারা ওনাকে গালো দিয়েছেন, আমি কন্ফার্ম যে তাদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে যে, তাদের সার্টিফিকেটে লেখা পিতার নাম আর অরজিনাল পিতা এক না।

১৯| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪৬

রওনক বলেছেন: ধর্ম যার যার:- ঠিক, ব্যক্তিগত তাই সযত্নে রক্ষা করা উচিৎ।
বাংলাদেশ সবার:- এইটাও ঠিক, বাংলাদেশ সবার এমনকি ইন্ডিয়া ভুটানেরও। যে চান্স পায় সেই খায়। কখনও লীগ খায় কখনও বিএনপি। আমি না খাইলে আমার ভাগের টা আর কেউ খাবে।

এখন যারা মওলানা শফি র সাথে হেফাজতে ইসলামের আন্দোলনে একমত না। তাই বলে তার বিরুদ্ধেও না।
আর যারা ওনাকে গালো দিয়েছেন, আমি কন্ফার্ম যে তাদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে যে, তাদের সার্টিফিকেটে লেখা পিতার নাম আর অরজিনাল পিতা এক না।

২০| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:২৮

মাইন রানা বলেছেন: মহানবী(সঃ) অনুসারী অনুসারী হলে হেলিকাপ্টার চড়া নিষেধ এই ফতোয়া কই থেকে শিখছেন?

খুবই বৃদ্ধ এবং অসুস্থ হলে হেলিকাপ্টার দিয়ে চলাফেরা করা নিষেধ এটা কি ইসলামে আছে?

আপনার নিজের অবস্থা বলেন দেখি

আপনি কি ইসলামের নিয়মা কানুন ঠিকমতো পালন করেন?
আপনি রাসুল (স:) এর সকল সুন্নত আনুসারে চলেন?
আপনি কি কোন আলেম বা ইসলাম ধর্ম বিশেষজ্ঞ?

কাউকে পছন্দ না হলে যুক্তিহীন বিরোধীতা কোন ধর্মের কাছে শিখেছেন?

২১| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩০

মাইন রানা বলেছেন: দুঃখিত রাসুল ( সঃ ) লিখেছিলাম কিন্তু ইমো চলে এসেছে

২২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫৫

পূরান পাগল বলেছেন: কেবলমাত্র বিরোধিতা করার জন্য পুরাই আজাইরা একটা বিষয় তুলে ধরেছেন।আচ্ছা ইসলাম কি মুসলিমদের জন্য হেলিকপ্টার নিষেধ করেছে?? নিজের কথা ভাবুন কি করেছেন তাদের জন্য যারা না খেয়ে রাস্তার পাশে শুয়ে থাকে ?? X( X(

২৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫৯

টেকনিসিয়ান বলেছেন: এদেশে এখনো অনেক তালেবান সমর্থক এর আনাগুনা পরিলক্ষিত হচ্ছে :((

২৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৯

এম ই জাভেদ বলেছেন: টেকনিসিয়ান বলেছেন: এদেশে এখনো অনেক তালেবান সমর্থক এর আনাগুনা পরিলক্ষিত হচ্ছে

আমি ও অবাক হয়ে তাই ভাবছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.