নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
দিপ নিভে গেছে?
হারিয়ে গেছে বুঝি তার সবটুকু আলো।
কোন হৃদয়েই কি ছড়ায়নি তার জ্যোতি?
এত আধার আজ তবে কেন?
শুভদিপ নিভে যায়।
পিশাচের নৃত্যে কাপে ধরা।
হায়রে জড়া-
নপুংশকের অহমে এখনো জাগেনা সারা।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অসাধারন!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সরদার হারুন বলেছেন: জড়া জগৎ ছেড়ে কোন অনন্ত লোকে দীপ্তহীন প্রানের নিরজাস
ছড়িয়ে পড়ছে অন্তরের কল্পনায় ?
তুমি তার পাবেকি সন্ধান? না লক্ষজোজন ধরে
মানবের অগমন ধেকে বির্বতনের চক্রবাকে
নিজকে বিলিয়ে দিবে , হে কবি, বল একবার।