| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ গালিব মেহেদী খাঁন
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
তবু ফিরে আস বারবার
বারবার হান আঘাত।
উন্নত গ্রীবার অনমনীয় দৃঢ়তায় নিত্য জানাও
“ভুলিতে দেবনা আমায়।“
কোন জন্মের এই শোধ নেয়া বল।
কোন সে ভুলের মাশুল গোনা এই।
যত দূরে যাই আরও বেশি কাছে
যেন নিঃশ্বাসের আঁচ এসে লাগে।
জগতের সব কণ্ঠ ছাপিয়ে
একটানা বাজে কেটে যাওয়া সেই একই সুর।
মেলেনা মুক্তি কিছুতেই।
মুক্তি চাই বলে এই যে হাপিত্যেশ আজি
সেকি মুক্তি মিলবে না বলে?
©somewhere in net ltd.