নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

চিহ্নিত হচ্ছে বিব্রতকারী ব্লগাররা

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪


“আদর্শহীনদের আত্মপ্রতিষ্ঠাই মূল লক্ষ” শিরোনামে গত ২৮ জুলাই ২০১৫ তারিখে একটি লেখার এক জায়গায় লিখেছিলাম, “এটা নির্দ্বিধায় বলতে পারি যে, আজ যারা মুক্তমনা, বিজ্ঞানমনস্ক ইত্যাদি তকমা লাগিয়ে উলটা পাল্টা তত্ত্ব হাজির করে জনমনে বিভ্রান্তি তৈরির কাজে লিপ্ত তার একটিমাত্র উদ্দেশ্য আর তা হল আত্মপ্রতিষ্ঠা। একই সাথে এটাও বলব ধর্মের নামে বাড়াবাড়িতে যারা লিপ্ত। যারা নিজেদের ছাড়া আর সবাইকে অধার্মিক এমনকি পৃথিবীতে বসবাসেরই অনুপযোগী মনে করে। নিত্য অশান্তি তৈরি করছে। মানুষ হত্যার উৎসবে মেতেছে তারাও কোন আদর্শের জন্য এটা করছে না। আত্মপ্রতিষ্ঠাই তাদেরও একমাত্র লক্ষ।
এই তকমা লাগানো মানুষগুলোর অবস্থানগত পার্থক্য দেখুন। পূর্বের অবস্থার সাথে বর্তমানের পার্থক্যটা লক্ষ করুন। তাদের ইহ লৌকিক সফলতার সাথে মেধা-মনন বা ক্রিয়া কর্মের কোন সাযুজ্য খুঁজে পাবেন না।
এদের কেউ বিশিষ্ট ব্লগার হয়ে উঠেছেন, কেউ বিশিষ্ট লেখক, কেউ বা বিশিষ্ট বুজুর্গ। কিন্তু তাদের লেখনী বা তাদের কর্ম কাণ্ড কিছুতেই বর্তমান উচ্চতার সাথে সাযুজ্য পূর্ন নয়”।

যা ছিল সেই লেখাটির মুল আলোচ্য। আজ এতদিন পড়ে এসে যখন দেখলাম সরকার সেই সব ব্লগারদের চিহ্নিত করছে তখন লেখাটির স্বার্থকতা খুঁজে পেলাম। প্রকাশিত খবর অনুযায়ী, "বেশ কয়েকজন ব্লগার আছেন যারা অতি আওয়ামী লীগার সেজে সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। তারা ধর্ম, রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নানামুখী প্রচারণা চালিয়ে ক্ষমতাসীনদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি অতি আওয়ামী লীগারদের কয়েকজন আছেন যারা সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্পর্কে কটূক্তি ছড়াচ্ছেন। সূত্র জানায়, এই ব্লগারদের মধ্যে অনেকেই আছেন যারা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী বা সমর্থক। আর রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্টকারী এমন ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সংস্থা এখন তদন্ত ও খোঁজখবর শুরু করছে। এরই মধ্যে পুলিশ, র্যাব, ডিবি ও এসবিসহ বিভিন্ন সংস্থার সদস্য নিয়ে এই ব্লগারদের চিহ্নিত করতে পুলিশের সদর দফতরে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছে এই ব্লগারদের নামের তালিকাও আছে। বর্তমানে তাদের শনাক্ত করার কাজ চলছে। জানা যায়, এই ব্লগারদের অনেকেই আগে বাম চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এখন অতি আওয়ামী লীগার সেজে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জটিলতা ছড়াচ্ছেন। তবে নিজেদের আওয়ামী লীগ সমর্থক দাবি করলেও তারা সরকারের পক্ষে যতটা না মত প্রকাশ করছেন তার চেয়ে বেশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কুৎসা রটিয়ে সরকারকে তুলোধোনা করছেন।
এদের অনেকেই আছেন যারা কঠিন ধর্ম বিশ্বাসী হওয়ার পরও নাস্তিক সেজে ধর্মীয় ইস্যুতে বিরূপ প্রচারণা চালিয়ে সরকার তথা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করার চেষ্টা করছেন। অথচ খোঁজ নিয়ে জানা যায়, এই সুবিধা লোভী ব্লগারদের অনেকেই বিদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। তারা দেশের বাইরে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় লাভের আশায় বিদেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করছেন। এদের অনেকেরই বিদেশে থাকার আবেদন সে দেশের সরকার গ্রহণ করেছে, কারও আবেদন আবার বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী লেখালেখির মাধ্যমে যারা সরকারকে বিব্রত করছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। এমনকি সরকারের অভ্যন্তরে থেকে আওয়ামী লীগের সমর্থক সেজে যারা সরকারের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এখন খোঁজ খবর নেওয়া হচ্ছে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী ব্লগারদের কার্যক্রম মনিটরিং করতে ডিআইজি (অপারেশন্স) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। কমিটিতে পুলিশ, র্যাব, ডিবি ও এসবিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। যোগাযোগ করা হলে ডিআইজি (অপারেশন্স) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, উগ্রপন্থী ব্লগাররা ছদ্মনামে লেখালেখি করে থাকে। তাদের একটি নামের তালিকাও রয়েছে। তাদের শনাক্ত করতে কাজ করছে এই কমিটি। এ ছাড়া মুক্তমনা লেখালেখির অজুহাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে কিনা এ বিষয়টিও মনিটরিং হচ্ছে।"

অর্থাৎ বোঝাই যাচ্ছে, সরকার এই তথাকথিত মুক্তমনাদের আসল উদ্দেশ্যটা ধরতে সক্ষম হয়েছে। এই ব্লগাররা নিজেদের আসল পরিচয় গোপন করে আওয়ামীলিগার দাবি করে থাকে মূলত আত্ম রক্ষার কৌশল হিসেবে। যা দল হিসেবে আওয়ামীলীগের জন্য শুধু বিব্রতকরই নয় এলার্মিংও বটে। কাজেই এ ক্ষেত্রে শুধু সরকার নয় দল হিসেবে আওয়ামীলীগকেও অনেক বেশি সতর্ক এবং একই সাথে কঠোর হওয়া প্রয়োজন।
একজন লেখককে সত্যিকার অর্থেই মুক্তমনা হওয়া প্রয়োজন। তিনি স্বীকৃত লেখক হন কিংবা সাধারন ব্লগার। যিনি অন্যের বিশ্বাসকে সম্মান করতে জানেন না যিনি নিজেকে নির্মোহ রাখতে পারেন না তার কাছ থেকে বস্তুনিষ্ঠ লেখা আশা করাই বোকামী। বরং তারা সর্বদাই কারো না কারো এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত থাকে। এদের কাছ থেকে কারো মঙ্গলই আশা করা যায় না।

আজ যে সব ব্লগার কেবলমাত্র নিজেদের আখের গোছাতে ধর্ম নিয়ে কুৎসা রটায়। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। আজ যারা ব্লগিংয়ের নামে সরকার উৎখাতের চেষ্টা রত তাদের বিষয়ে সরকার, প্রশাসন, ব্লগ সঞ্চালক এমনকি সকল ব্লগারদেরই সতর্কতা অবলম্বন জরুরী। এ প্রসঙ্গে কদিন আগের একটি উদাহরণ দিয়ে শেষ করছি। সামহোয়্যার ইন ব্লগে হঠাৎ একটি ব্লগ শিরোনাম দেখতে পেলাম, "পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা গডফাদাররা!"
স্বাভাবিক কৌতূহলেই পোষ্টের ভিতরে প্রবেশ করে দেখলাম সেটা ছিল মূলত একটি ভিডিও লিঙ্ক। যেখানে ঘটনার বিবরণ দেয়ার পাশাপাশি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সত্য মিথ্যের মিশেলে দেয়া সেই ধারা বিবরণীর এক পর্যায়ে শুনলাম, “বিডিআর জওয়ানদের নানা দাবী উত্থাপন ও কথার মাঝে হঠাত করেই “জয় বাংলা শ্লোগান”! ভিডিওটা কয়েকবার রিপিট করে নিশ্চিত হলাম যে, শ্লোগানটিকে যদিও বোঝানো হচ্ছে- ঐ জোয়ান দিচ্ছে কিন্তু মূলত সেটি তার কণ্ঠের নয়। শ্লোগানটি অন্য কারো কণ্ঠের যা সেখানে জুড়ে দেয়া হয়েছে। কেননা ভাল ভাবে খেয়াল করলেই বোঝা যাচ্ছিল যে, শ্লোগানের সাথে জওয়ানদের লিপসিং মিলছে না। আর তাছাড়া এই একই ভিডিও এর আগেও অনেকবার দেখেছি যেখানে কখনোই “জয় বাংলা” শ্লোগানটি শোনা যায় নি।
আমি সংশ্লিষ্ট ব্লগার এবং মাননীয় সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষনিক এর প্রতিবাদে একটি পোষ্ট দিলাম। এবং খুব অল্প সময়ের মধ্যেই সঞ্চালক মহোদয় আমায় ধন্যবাদ জানিয়ে পোষ্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান।
বিষয়টা একটি উদাহরণ হিসেবে উল্লেখ করলাম। ঠিক এভাবেই অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কাজেই এই সব যারা করছেন তাদের চিহ্নিত হওয়া সাধারন ব্লগারদের জন্যও স্বস্তির।
কিন্তু এটাও সত্য আমাদের অতীত অভিজ্ঞতা তো ততটা সুখের নয়। কাজেই সরকারের কাছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ এই চিহ্নিতকরণটি যেন শতভাগ নির্ভুল হয়।
প্রকৃত সমালোচক, যিনি সত্যকে ধারণ করেই সমালোচনা করেন। বা সরকার এবং দেশ ও জনগণের মঙ্গলার্থেই সমালোচনা করেন তিনি বা তারা যেন কোনরকম হয়রানীর স্বীকার না হন।

সংবাদ সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১৩/১০/১৫
[email protected]

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

৩ তারকা বলেছেন: শুনে ভালো লাগলো.....খবর টি শেয়রর করার জন্য আপনাকে ধন্যবাদ

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৩

প্রামানিক বলেছেন: বিষয়টি পোষ্ট করার জন্য ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: প্রামানিক ভাই অনেক দিন পরে।
ভাল আছেন আপনি?
ধন্যবাদ আপনাকেও।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: ভালো পোস্ট, জানা গেল অনেক কিছু।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

সাদী ফেরদৌস বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ভালো পোস্ট, জানা গেল অনেক কিছু ।

আমার বিশ্বাস হচ্ছে না , বি ডি আর জওয়ান দের মধ্যে জয় বাংলা স্লোগান তো আপনাদের কাজ :||
থাক তারপরেও আমি বিশ্বাস করি বি এন পি জামাতিদের মধ্যেও কিছু মগজ ওয়ালা মানুষ আছে ।
বিশ্বাস করতে দোষ কি

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাদী ফেরদৌস স্পষ্ট বোঝা গেল না। অবশ্য বুঝতে চাইছিও না কেননা সম্ভবত এটা হবে একটা কুতার্কিক ইস্যু।
আপনাকে ধন্যবাদ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

সাদী ফেরদৌস বলেছেন: লেখক কে ধন্যবাদ , একেবারে সঠিক কথা বলেছেন । আপনাকে আরও কিছু তথ্য বলি ,
একটি গোয়েন্দা সংস্থার থেকে আমি সহ আরও কয়েকজন দায়িত্ব পেয়েছিলাম এদের চিহ্নিত করার ,মাঠ পর্যায়ের কাজ আর কি । বিভিন্ন ব্লগ থেকে এসব ব্লগার চিহ্নিত করেছিলাম , এর মধ্যে এই ব্লগ ও আছে ।এদের মধ্যে কয়েকজন কে তারের মতো সোজা করা হয়েছে মিন্টু রোডে নিয়ে গিয়ে । কয়েকজন কে বলতেই কাজ হয়েছে ।

তাঁদের অবস্থা হয়েছে দেখার মতো ।
আবার এর মধ্যে অনেক ব্লগার দেখলাম ( এই ব্লগে বেশি ) সরকারের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ ও বিভ্রান্ত তথ্য নিয়ে ব্লগ লিখছে , ট্রেস করে দেখা গেলো এদের অধিকাংশই আমেরিকা নয়তো ব্রিটেনে বাস করেন । একজন আছেন ব্রাজিলে ।বেশ কয়েকজন আছেন মধ্যপ্রাচ্য তে ।

এদের কে কিছু করার নেই । এরা বিদেশে বসেই ম্যাও ম্যাও করতে পারে , যাক দেশ তো আর দুষিত করছে না ।
এদের জন্যই বি এন পি নামক রাজনৈতিক দলটির আজকে এই অবস্থা । মেরুদণ্ড হীন একটা দল ।
এদের বুদ্ধিজীবীরা সব বিদেশে ।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাদী ফেরদৌস আমার ধারনার সাথে আপনার তথ্য মিলে গেল। আমিও ভাবছিলাম কাজটা তারা দেশের বাইরে থেকেই করছে। তবে তাদের পরিবারের উপরে চাপ সৃষ্টি করে হলেও উগ্র মতাবলম্বিদের শায়েস্তা করা দরকার। সবাইকে হয়ত সম্ভব নয় তথাপিও যতটা সম্ভব।
বিষয়টা হচ্ছে আগে যেমন ইউটিউব বা একটি ফেসবুক স্ট্যাটাসও মানুষ বিশ্বাস করে প্রতিক্রিয়া ব্যক্ত করত এখন ততটা করেনা। ব্লগের এখনো কিছুটা গ্রহনযোগ্যতা রয়েছে। আর সে জন্যেই ইদানীং এরা ব্লগিং এর প্রতি বেশি জোর দিচ্ছে। আর সে কারনেই ছদ্মনামের ব্লগিং বন্ধ বা অন্য কোন উপায়ে এদের দমন করা প্রয়োজন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

কাবিল বলেছেন: প্রকৃত সমালোচক, যিনি সত্যকে ধারণ করেই সমালোচনা করেন। বা সরকার এবং দেশ ও জনগণের মঙ্গলার্থেই সমালোচনা করেন তিনি বা তারা যেন কোনরকম হয়রানীর স্বীকার না হন।
সহমত

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ কাবিল আপনাকে।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭

দ্যা লায়ন বলেছেন: হুম

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

সাদী ফেরদৌস বলেছেন: এই ব্লগে আর একজন ব্লগার আছেন , যদিও উনি লিস্টে নেই । নাম চাঁদগাজী । হাস্যকর রকমের ভাঁড় একটা , সেই সাথে একটা তৃতীয় শ্রেণির গাধা । ফরহাদ মজহারের মতো কি বলতে চায় নিজেও জানে না ।

দেখলাম উনি আমেরিকা প্রবাসী এক বাঙ্গালি ছাগল , ব্লগার বলবো না । ব্লগার অনেক বড় বিষয় । বিদেশে বসেই ম্যাও ম্যাও
আরে ছাগল , দেশে আইসা ব্লগিং কর ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

বিষন্ন পথিক বলেছেন: @ সাদী
আপনার কমেন্ট থেকে অনুমান করছি আপনি সরকারী রেসপন্সিবল একটা পোষ্টে আছেন (সত্য মিথ্যা জানিনা), এরকম মন্তব্য করা কি ঠিক হচ্ছে?

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

সাদী ফেরদৌস বলেছেন: @ বিষণ্ণ পথিক - জি আপনার অনুমান ঠিক , আমি সরকারের কাছের এবং খুব কাছের পারিবারিক ভাবেই ।
যেহেতু মন্তব্য সাদি ফেরদৌস করছেন তাহলে আপনার বুঝা উচিত এই মন্তব্যের দায়টা তাঁর এবং তিনি ভেবেই এটা করছেন ।
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.