নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

সুর - অসুর

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

অনেকে অনেক কথাই বলছেন কেউ ভয় পেয়ে বলছেন কেউ ভয় দেখাতে বলছেন। বাস্তবতা হল কালসাপ এর সাথে একত্রে বাস করা সম্ভব নয়। সুর এর সাথে অসুরের বিরোধ চিরন্তন। আর তাই সুরের রাজ্যে অসুরের প্রবেশ যেমন নিষেধ তেমনি অসুরের রাজ্যেও সুরের।
তবে আমাদের মাঝেই আছে এক দল বর্ণচোরা অসুর। যারা সর্বদাই সুর সেজে থাকে। এমনকি ভাল মানুষীতে এরা সুরকেও ছাড়িয়ে যায়। উদ্দেশ্য একটাই সুর-অসুরকে সহ অবস্থানের চেষ্টা করা। যার দ্বারা তারা মূলত উভয়কেই অনিরাপদ করে তোলে।
আসলে এটা তাদের এক ধরনের স্বার্থের খেলা। এতে করে সুর অসুরের যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তার শতভাগ বেনিফিসিয়ারী হয় ঐ বর্ণচোরা অসুরের দল। তারা তখন উভয়কেই ডমিনেট করে প্রভু সেজে বসে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

জাবির হোসেন বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.