নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ঢাকার একটি লোকাল বাসে (বলাকা) চালকের সামনেই দেখলাম একটি ছোট্ট মনিটর লাগানো। যার ক্যামেরাটি গাড়ীর পেছনে লাগানো রয়েছে। চালক গাড়ী চালাতে চালাতেই পেছনের গাড়ী গুলির অবস্থান দেখতে পাচ্ছেন। যে সিস্টেমটা ব্যক্তিগত গাড়ীতে থাকে)
চালকের কাছে জানতে চাইলাম ব্যবস্থাটা কে করেছেন?
বলল এই গাড়ীর মালিক তার নিজের মালিকানাধীন চারটি গাড়ীতে এই ক্যামেরা ও মনিটরটি লাগিয়ে দিয়েছেন। যার প্রতিটা সেটের মূল্য পরেছে মাত্র ৭০০০/- টাকা।
নিঃসন্দেহে এটা ঐ গাড়ীর মালিকের একটি প্রশংসনীয় উদ্যোগ যা সড়ক দূর্ঘটনা রোধে কার্যকরী ভুমিকা রাখবে। আর এভাবেই প্রত্যেকের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা হার কমিয়ে আনতে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
পিয়াস নামক এক হিমু বলেছেন: Shabash !!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
শফিক2003 বলেছেন: That's great jobs and really we are the nation who can adopt any new technology so easily and everybody should patronize such good jobs .Thanks
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ @ শফিক2003
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর উদ্যোগ । এভাবে সকল বাস মালিক সচেতন হলে সেটা তাদের জন্যও লাভ, আর দেশের মানুষের জন্যও সুখকর ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: ব্যাপারটা খারাপ নয়, দুর্ঘটনা রোধে অনেকটা ভূমিকা রাখতে পারে
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
আলোরিকা বলেছেন: অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ !
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
শিশির খান ১৪ বলেছেন: হুম সবাই যদি এরকম হইতো তে হইলে তো দেশে আর কোনো এক্সিডেন্ট হইতো না খুব ভালো উদ্যোগ