নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মানবতা রক্ষার দাবীতেই এদের দমনে এক হওয়া প্রয়োজন।

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬

আমাদের এখন থেকে এই ধরনের সন্ত্রাসী হামলার মাঝেই বাস করতে হবে!
ফ্রান্সের প্রধানমন্ত্রীর এই অসহায়ত্ব সকলকেই আর্দ্র করবে সন্দেহ কি। কিন্তু আজকের এই অগ্নিগর্ভ পৃথিবী কারা সৃষ্টি করল? সেটা কি আমরা মনে রেখেছি?
জগতের একটি মানুষকেও যেন অস্বাভাবিক মৃত্যুকে বরন করতে না হয়, এ কামনা আমাদের সবার। আর এভাবে শ'য়ে শ'য়ে নিরাপদ মানুষের মৃত্যুকে মেনে নেয়ার তো প্রশ্নই ওঠে না। তথাপিও এটাই বাস্তবতা যে অকাতরে নিরিহ মানুষ মারা পরছে। একজন মানুষ জানতেও পারছে না তাকে কেন হত্যা করা হল। কি তার অপরাধ।
এই ফ্রাংঙ্কেন ষ্টাইনের দানবকে কেন তৈরি করা হল সে প্রশ্নও উঠবে। সেইসাথে যারা তৈরি করল তাদের বিচারের দাবীও উঠবে। সেটা যেদিনই হোক না কেন। তবে সবার আগে প্রয়োজন এই দানবকে দমন। বিশ্ব মানবতা রক্ষার দাবীতেই এদের দমনে এক হওয়া প্রয়োজন। নির্মোহ হওয়া প্রয়োজন, নিঃস্বার্থ হওয়া প্রয়োজন।
প্রশ্ন হল, এত কিছুর পরেও কি বিশ্ব শক্তিগুলো সন্ত্রাসবাদকে এক নাম্বার শত্রু হিসেবে চিহ্নিত করে এর দমনে এগিয়ে আসবেন। নাকি জাতি-ধর্ম বিভেদে একে অন্যের বিরুদ্ধে ব্যাবহার করেই যাবেন?
আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, কোনটা আগে বিশ্ব মানবতা নাকি জাতীয়তাবাদ,, ধর্মীয় বিভেদ। এর উত্তর না মেলা পর্যন্ত এই দানবকে দমনের কোন উপায় কি আদৌ আছে? মনে হয় না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী লীগ আগামী ভোট অবধি একটা সুযোগ পেলো, সন্ত্রাসী সন্ত্রাসী জপেই ৩ বছর কাটায়ে দেবে; আপনারা একটু ঘি ঢালেন

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তা যদি আওয়ামী লীগ দেয়ও দোষটা কি আর তাদের ঘাড়ে চাপবে? @ চাঁদগাজী

২| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকের এই অগ্নিগর্ভ পৃথিবী কারা সৃষ্টি করল? সেটা কি আমরা মনে রেখেছি?

৥চাঁদগাজীর মন্তব্যে কিন্তু ইশারা অন্যদিকে চলে যায়! ;) খেয়াল কইরা :P

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: চাদগাজিরা অনন্তকাল একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে এ আর নতুন কি @ বিদ্রোহী ভৃগু

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: চাদগাজিরা অনন্তকাল একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে এ আর নতুন কি"

-মগজে বৃত্ত প্রবেশ করেছে? বৃত্ত আঁকতে থাকেন

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সেই ভাল।

৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩

সিগনেচার নসিব বলেছেন: বাস্তবে কি এদের দমন করা সম্ভব
মাঝে মাঝে মাথায় কাজ করে না !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.