নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

\'মালাউন\' কে?

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮


আমাদের প্রায় প্রত্যেকের মাঝে একটি করে সাম্প্রদায়িক স্বত্বা বিরাজ করে, প্রকৃত পক্ষে মালাউন বা অভিশপ্ত হল সেই স্বত্বা। ধ্বংসই যার একমাত্র কাজ। সেই স্বত্বাটিকে যারা দমন করতে পারে তারাই ভাল মানুষ বা প্রকৃত মানুষ।
আমাদের মধ্যে কেউ অসাম্প্রদায়িক ক্রিয়াকর্মে লিপ্ত হয়, কেউ তাকে সমর্থন করে আবার কেউ কেউ চুপচাপ সয়ে যায়। এদের প্রত্যেকেই কি অভিশপ্ত নয়?
সৃষ্টি কর্তা মালাউন বলেছেন একজনকে, সে হল ইবলিস এর বাইরে কাউকে মালাউন বলার পূর্বে প্রত্যেকের উচিৎ একবার নিজের দিকে তাকানো।
যে হিন্দু শিক্ষকের কাছে আমি পড়েছি তাকে কি আমি মালাউন বলতে পারি?
অথবা যে হিন্দু বা বিধর্মীর প্রতিষ্ঠানে আমি কাজ করে অর্থ উপার্জন করি তাকে কি মালাউন বলতে পারি?
পারি না, আর আমরা তা বলিও না। যাকে বলছি হয়ত তার কাছে আমার কোন দায় নেই। দায় না থাকলেই কি কাউকে অভিশপ্ত বলা যায়?
যে মুসলমান নামধারী শিশু ধর্ষক, খুনি, জোচ্চোর তাকে তো কই কেউ মালাউন বলছেন না। কেন বলছেন না?
বিচারের ভার স্রষ্টার, মানুষের নয়। যিনি সৃষ্টি করেছেন যিনি আহার যোগান তিনিই ভাল জানেন কে অভিশপ্ত কে নয়। তিনিই ভাল জানেন শেষ বিচারে কার ঠাই কোথায় হবে। আপনি আমি সে বিচার করার কে?
যাকে আপনি আজ এই অপবাদ দিলেন কি করে বুঝলেন সে মহান স্রষ্টার কাছে অভিশপ্ত?
নিজেদের অন্যায়ের জবাব দিতে আমরা প্রস্তুত তো?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

কানিজ রিনা বলেছেন: আচ্ছা হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান যে ধর্ম
হোক, আল্লাহ কি কারো হাত পা চোখ
নান, কম বেশী দিয়েছে? বলুন আল্লাহর
দুই চোখ তাই দুই চোখে দেখে? কোনও
অন্যায় কারীর বিচার যদি মানুষ না করতে
পারে আল্লাহ নিজে তাকে বিচার করে যা
মানুষের বুঝার জ্ঞান নাই। তাইতো স্বর্গ নরক।

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ঠিক তাই

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

মিঃ বলদ বলেছেন: আচ্ছা। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.