নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

কোন অবস্থাতেই ছাত্র সংসদ নির্বাচন নয়!

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১


কোন অবস্থাতেই ডাকসু নির্বাচন দেবেন না। মনে রাখবেন আজ ডাকসু নির্বাচন দিলেই কাল রাকসু। তার পরদিন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আর এক বার যদি সেটা হয়ে যায় তাহলে আজ যারা দেশে রাজ করছেন কাল তাদের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। যেচে বিপদ কেন ডেকে আনবেন?

যে দেশের রাজনীতি একজন রিকশাচালকের ছেলেকে মাত্র দুই-তিন বছরে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়। চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও জুয়ার আসর বসানোর সুযোগ করে দিয়ে। স্বনামে বাহিনী গড়ে তুলতে সাহায্য করে। সে দেশের রাজনৈতিক নেতাদের চরিত্র বুঝতে খুব বেশী বিদ্বান হতে হয় না।
তবে রহস্য একটা থেকেই যায় আর তা হল, এই সব রাজনীতিবিদদের হাতে এমন কি যাদুর কাঠি আছে যার ছোয়াতেঁ দেশের কোটি কোটি মানূষ তাদের পালিত ভেড়া বনে থেকেন যুগের পর যুগ ধরে!

রহস্যটি রহস্য হয়েই থাক। আবার যদি তেমন কোন ক্যারিশমাটিক নেতৃত্ব ছাত্র নেতৃত্বের পাইপলাইন থেকে বেড়িয়ে আসে তাহলেই তো বিপদ! যদি তাঁর স্পর্শে এই যাদুর কাঠিটি ভেঙ্গে টুকরো হয়ে যায়, তখন কি হবে?

আমরা তো দেখেছি নব্বইয়ের গন আন্দোলন এই ছাত্রদের হাত ধরেই শুরু হয়েছিল এমনকি সফলতার মুলেও ছিল সেদিনের ছাত্র নেতারা। কাজেই এ দেশে আর যেন কোন দিন কোন ছাত্র নেতা তৈরি হতে না পারে সেদিকে আপনাদেরই যত্নবান হতে হবে। ছলে,বলে কৌশলে যে করেই হোক ডাকসু নির্বাচন ঠেকিয়ে রাখতেই হবে।

এরশাদ ক্ষমতায় থাকতে যদি একটিও ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটি ছিল এই ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করে অসংখ্য ছাত্র নেতা তৈরি হতে দেয়া। এরশাদকে বধীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন যারা বেড়ে উঠছিল শেষ পর্যন্ত এরশাদের পতন তাদের দ্বারাই সম্ভব হয়েছিল। আপনারা সেই ভুলটি কস্মিন কালেও করবেন না যেন।
নিশ্চয়ই আপনাদের মনে আছে রেশাদের শাসনামলের দীর্ঘ ৯ বছর ধরে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এরশাদ বিরোধী আন্দোলন চাঙ্গা রেখেছিল যার ফলশ্রুতিতে শেষপর্যন্ত নব্বইয়ের গন অভ্যুত্থান সংঘটিত হতে পেরেছিল।
আপনারাও নিশ্চয়ই নিজেদের জন্য এমন দিন দেখতে রাজি নন! অতএব কোন অবস্থাতেই এ দেশে নতুন নেতৃত্ব তৈরি হতে দেয়া যাবে না। আর সে কারণেই কোন ছাত্র সংসদ নির্বাচন নয়।

এরশাদের পতনের পর আওয়ামীলীগ-বিএনপি উভয়েরই যথার্থ উপলব্ধি হয়েছিল যে এই ছাত্র নেতারাই ক্ষমতার পালা বদলের প্রধান নিয়ামক শক্তি। অতএব যথেষ্ট হয়েছে আর নয়। তারপর থেকে গত ২৭ বছর ধরে দল দুটি তাদের সব থেকে সফল কর্ম সূচি হিসেবে ডাকসু নির্বাচন ঠেকিয়ে রেখেছে।

আজ যারা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষ কথা বলছেন তাঁরা হতে পারেন দেশ প্রেমিক কিন্তু আওয়ামী লিগ বা বিএনপি কোন দলেরই যে শুভাকাঙ্ক্ষী নন তা বলার অপেক্ষা রাখে না। অতএব নিজ নিজ দলের স্বার্থকে প্রাধান্য দিন। দলীয় লুট পাট কারী নেতাদের ভবিষ্যতের কথা মাথায় রাখুন একই সাথে যে নেতৃত্ব আপনারা রেখে যাচ্ছেন তারা যে কতটা গ্রহণযোগ্য তা তো আপনারা ভালোই জানেন তাদের ভবিষ্যৎ পথ মসৃণ করেও তো রেখে যেতে হবে, তাই না? দেশে অনেক নেতা আছে তাদের সামলানোই দায় নতুন করে আর কেন উপদ্রব তৈরি করা। এ সব নেতারা তো আবার যা বলবেন তাই গলাধঃকরন করবেন না। তাঁরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। তাঁরা দুর্নিতিমুক্ত সমাজ চাইবেন তাঁরা গণতান্ত্রিক পরিবেশ চাইবেন আরো কত কি?
কোন দরকার নেই এদের সুযোগ করে দেয়ার তাঁর থেকে বরং যা করছেন সেটাই করুন। যেভাবে অশিক্ষিত, বর্বর, তোষামোদকারী, দুর্নীতিপরায়ন তরুনেরা রাজনীতিতে আসছে তারাই আসতে থাকুক। আর যাই তাঁরা কোনোদিনই নেতার কর্মকান্ড নিয়ে মাথা ঘামাতে আসবে না। কোনদিনই নেতাকে চ্যালেঞ্জ করে বসবে না। অতএব ভাল আছেন ভাল থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

ঢাকাবাসী বলেছেন: বর্তমান ভি.. তৃতীয়বারের মত আসছেন, তার মত চা.. পা্ওয়া কঠিন তাই সেই চলুক!

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যাদু! যাদু! সব ভেল্কিবাজির খেল!

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: কেন ছাত্র সংসদ নির্বাচন নয়? তাহলে ছাত্রদের অধিকার আদায়ের কথা বলবে কারা?

তারচেয়ে বলুন কলুষিত রাজনীতি সুস্থ করতে হবে।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কলুষিত রাজনীতি সুস্থ করতে গেলেই তো নেতারা বিপদে পরে যাবেন অতএব অ কুলুষিতই থাক। আগামীর নেতার মৃত্যু হোক আঁতুড়ঘরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.