২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১০
বুকের ভেতরটা ঠান্ডা তোমার,
উষ্ণ সংকট আসেনি জেনে
কিংবা সংকট নিজে সংকোচে
ভিজে শক্ত পোক্ত করেছে তোমায়
নিজের সাথে নিজের কথন
অন্তশেষ অন্তত অনন্ত নিবেশ
পাথর বুকে আবেগ ডাকে
তবু মেঘের...
২৪ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯
হঠাৎ বলে দিলে!
তুমি, তোমাকে নয়,
তোমার মাঝের আমাকে লিখছো
যেমন, অক্ষর বলে শব্দকে, শব্দ বলে বাক্যকে,
তুমি, আমি কেমন, বলছো
তুমি যে করে নিজেকে সাজাবে, যেমন, সত্য থেকে হয় নিষ্ঠার...
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৯
যখন আমি আমার চেতনা ফিরে পেলাম তখন বড় রাস্তার কতশত গাড়ির হর্ন এসে আমার কানে লাগলো। শব্দগুলো স্বাভাবিকের থেকে তীক্ষ্ম মনে হচ্ছে। বেশ কিছু গাড়ি, মটর সাইকেল, ২/৩ টা বাস...