![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
আমার সারাক্ষণ তোমার
চুলের গন্ধ নিতে ইচ্ছে করে।
ইচ্ছে করে রোজ
যখন তুমি নেয়ে আসো তখন
তোমার চুল শুকোনো না পর্যন্ত আমার
সামনে বসিয়ে রেখে তোমাকে দেখি।
ইচ্ছে করে তোমার কুড়িটি আংগুলে
ছ’টি করে চুমু খেতে রোজ ঘুম থেকে উঠেই।
ইচ্ছে করে তোমার হাত ধরে
ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে চুপচুপে হয়ে ভিজি।
ভিজে কাক হয়ে
শীতে কাঁপতে কাঁপতে ফুচকার দোকানে দাঁড়াই।
একটা একটা করে ফুচকা তোমার মুখে পুরে দি।
ইচ্ছে করে তোমার বরফ ঠান্ডা
পায়ের পাতা দুটো বুকের মধ্যে
খুব জোরে চেপে ধরে রেখে ঘুমিয়ে পড়ি।
ইচ্ছে করে তোমার চুল আঁচড়ে দেই রোজ রোজ।
ইচ্ছে করে ভর দুপুরে তোমার সাথে
মাথায় ঝাঁ ঝাঁ রোদ্দুর নিয়ে
সারা শহর টো টো করে চষে বেড়াই।
তুমি যখন রাঁধো, ইচ্ছে করে
পাশে মোড়া নিয়ে বসে থাকি-
আগুনের আঁচে লাল হয়ে যাওয়া
তোমার পরাবাস্তব মুখ
তন্ময় হয়ে দেখি।
ইচ্ছে করে খোলায় ভাজা
চিতো পিঠে চুলো থেকে তুলে নিয়ে
ফুঁ দিয়ে ঠান্ডা করে তোমাকে খাইয়ে দি,
ছোট্ট ছোট্ট টুকরো করে করে।
ইচ্ছে করে ছুটির দিনের প্রা্তঃরাশ বানিয়ে এনে
তোমার মুখে তুলে দেই।
ইচ্ছে করে যেদিন তোমার রাঁধতে আলসেমীতে পায়
সেদিন অফিস কামাই করে রাঁধি তোমার রাঁধা।
ইচ্ছে করে তোমার দুঃখ গুলোকে শুষে গিলে ফেলি, কষ্ট গুলোকে ধারন করি।
ইচ্ছে করে জীবন প্রতিটি অনুপল তোমার নিশ্বাসেরও কাছাকাছি থাকি।
আমার ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে বলি, চললাম, গ্যান্দাকে দেখে রেখো।
তুমি বোঝনা?
- ২৮ আগষ্ট, ২০১৫, বনানী, দুপুর ১২ঃ২১
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৭
ত্রিশোনকু বলেছেন: আহা!
সব ইচ্ছে কি আর জানান দেয়ার?
২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২
আল ইমরান বলেছেন: শুরুটা বেশ ভালো। শেষটা তেমন জমলো না। শুভকামনা।
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আল।
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯
আবু শাকিল বলেছেন: ভাল লাগল দাদা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৫
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শাকিল ।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭
মুহসীন৮৬ বলেছেন: ভাইয়া, ছটি করে চুমু কেনো? বেশী বা কম খাওয়ার কি কোন বিধান নাই?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৪
ত্রিশোনকু বলেছেন: ছয় আমার সৌভাগ্য সংখ্যা।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩
আমি তুমি আমরা বলেছেন: আমার ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে বলি, চললাম, গ্যান্দাকে দেখে রেখো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৫
ত্রিশোনকু বলেছেন:
৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
রমিত বলেছেন: সুন্দর কবিতা!
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, রমিত।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৩
সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: @ ত্রিশোনকু ............... আপনার আর কি কি ইচ্ছা আছে আমার খুব জানতে ইচ্ছা করছে।