![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
ঘুম থেকে ওঠা
তোমার ইষৎ ফোলা
মুখটি দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে,
প্রাতঃরাশের টেবিলে বসা
কফির ধোঁয়ায় অস্পষ্ট
মুখের সেলফি দেখতে।
সদ্য শাওয়ার নেয়া
ভেজা চুলে
দেখতে ইচ্ছে জরে তোমায়
কালো ভি নেক টি শার্টে
ইচ্ছে করে দেখি
প্রতি ঘন্টায়।
পড়তে বসা
ঘুমে ঢুলু ঢুলু
চোখের তোমাকে
এক পলের জন্য
লাগেই যে আমার
আর লাগে
এক লহমার তোমাকে
ঠিক যখন বলি
যত্ন নিও, মিষ্টি স্বপ্ন,
রাজকন্যা।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাইনুল।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০
আমিনুর রহমান বলেছেন:
দাদা অসাধারণ !
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা আমিনুর।
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি কবিতায় ভাল লাগা ।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ কার্থিপিয়ন।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
আবু শাকিল বলেছেন: ফেসবুকে আজকাল আপনাকে দেখতে পাচ্ছি না
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
ত্রিশোনকু বলেছেন: ফিরেছি।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১
সুলতানা রহমান বলেছেন: কফির ধোঁয়ায় অস্পষ্ট মুখের সেলফি …………সুন্দর!!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওয়াও... সুন্দর!!!
//ইচ্ছে করে,
প্রাতঃরাশের টেবিলে বসা
কফির ধোঁয়ায় অস্পষ্ট
মুখের সেলফি দেখতে।//
-সেলফি'র চমৎকার ব্যবহার