![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
. ত্রিশোনকু
ফেইসবুক
লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক।
পরপার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬।
প্রিয় কর্নেল এনায়েত,
শুভেচ্ছা নিও।
তোমার প্রতি আমার অপত্য স্নেহ সম্পর্কে তোমার কোন সন্দেহ ছিল না।
মনে পড়ে? তুমি সাঁতার জানতে না বলে আমি একদিন তোমাকে এমন বকা দিয়েছিলাম যে তুমি কেঁদে ফেলেছিলে?
এনায়েত,
মনে আছে, যদ্দিন তুমি আর্টিলারি সেন্টার ও স্কুলে ছিলে প্রতিটি সেহেরী আমার বাসায় করেছিলে? ইফতার তো দূর অস্ত।
তুমি আমার প্রায় সব কিছুই জানতে। আমার প্রেম- অপ্রেম, ভাল লাগা-মন্দ লাগা, জীবনের গোপনতম অভিজ্ঞতা, আমার হর্ষ-বিষাদ .....
এনায়েত,
চলে যাবার আগে শুধু একটা কথাই বলা হয়নি তোমাকে।
লিও ও রাদের মতনই তুমি ছিলে আমার অনুজ।
আমার অন্নেক প্রিয়, অনেক স্নেহের, অন্নেক আদরের ছোট ভাইটি, যেখানেই থাকিস, শান্তিতে থাকিস, আনন্দে থাকিস।
-তোর বড় ভাইয়া।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ত্রিশোনকু বলেছেন: জ্বী।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার অনুজপ্রতীম সম্ভবত বি.ডি.আর হত্যাকান্ডে নিহত। তার আত্মার প্রতি দোয়া রইলো।
আপনি এখনও ব্লগে আছেন দেখে ভাল লাগছে।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ত্রিশোনকু বলেছেন: আগের ব্লগে দেয়া সময় এখন ফেইসবুক নিয়ে নেয়।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
আবু শাকিল বলেছেন: লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক যেখানেই থাকুক ভাল থাকুক।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ত্রিশোনকু বলেছেন: আমীন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: পরপারে লিখেছেন চিঠি ! বেশ বেদনাদায়ক ।