![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
তুমি আমার সোনাভানের পুঁথি
গাজী কালুর চম্পাবতী
কালিদাসের মেঘদুত
সুরঞ্জনা আর সুচেতনা।
তুমি আমার অতিপ্রত্যুষের আলোছায়া মাখানো শুভ্রতা
গলা মাখনে অতি কড়া কফির ঘ্রাণ।
তুমি আমার ঝিংগে আর ধুন্দুলের সবজে-হলুদ বর্ণ।
তুমি আমার সোঁদা মাটির গন্ধ।
তুমি আমার আষাঢ়ের কাঁঠালীচাঁপা
শ্রাবণের দোলনচাঁপা।
তুমি আমার ভাদরের কাশ বন
কার্তিকের নবান্ন।।
তুমি আমার আগনের নলেনের সুরভী,
তুমি আমার পউষের ঠেকা জালে ধরা
চেলাচাপিলার লাফানো ঝাঁপানো প্রাণ সংহার।
তুমি আমার মাঘের নির্জন ক্ষেতে নাড়ার আগুনের ওম।
তুমি আমার গ্রীষ্মের দবাদহে অশ্বথের নিবিড় ছায়া।
তুমি আমার ষঢ় ঋতু, ষঢ় রূপের দয়িতা।
-ত্রিশোনকু, বালু বালু নদী তীর, পহেলা অক্টোবর, ২০১৯, সকাল ৯টা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
ত্রিশোনকু বলেছেন: অনেকগুলো ধন্যবাদ নেওয়াজ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নুর!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৪
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম কাব্য চয়নে।