নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রু৬৭২

ট্রু৬৭২ › বিস্তারিত পোস্টঃ

এই ধরনের পোশাক আমাদের সংস্কৃতি নাকি অনেক বেশি র্স্মাট!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

গতকাল (১৪/০৯/১৩) রাতে টেলিভিশনের সামনে বসে বার বার চ্যানেল পাল্টাচ্ছি। হটাৎ করে চ্যানেল আইয়ের পর্দায় চোখ আটকে গেল। দেখি ক্ষুদে গানরাজ হচ্ছে। বরাবরি আমি বাচ্চাদের রিয়েলটি শো খুবই পছন্দ করি। তাই দেখতে লাগলাম। একজন প্রতিযোগির গান শেষ হওয়ার পর আমাদের সকলের প্রিয় উপস্থাপিকা - তানিশ কে দেখে আমি একটু হকচকিত হয়ে যায়। কারন টা হচ্ছে তার ড্রেসাপ। তার ড্রেসাপ দেখে আমি একটু হতবম্ব। কারন আমাদের দেশে এই ধরনের ড্রেস পরে আমি সম্ববত আর কাউকে উপস্থাপনা করতে দেখেনি। তার উপর বাচ্চাদের সো তো নয়ই। উনার ড্রেসটা হচ্চে হাটুর উপর থাকা একটা ককটেইল ড্রেস আর উপরে ছোট একটা কটি। উনি বিচারকদের মন্তব্য চাচ্ছেন আর বারবার হাত দিয়ে তার বুকের উপরের কটি টি ঠিক করছেন। এই দৃশ্যটা কি ক্যামেরা না ধরলে হত না? তাছাড়া তানিশা বসার পর ক্যামেরা এমন এ্যাংগেলে ধরতেছে যে ড্রেসটা তারহাটুর উপরে আছে এটাই চোখে পড়তেছে। আর উনি মাঝে মাঝে ডেসটাকে নীচে নামানোর বৃথা প্রয়াস করতেছেন। যে ধরনের ড্রেসে নিজেও কমপোট ফিল করেন না এই ধরনের পোশাক কেনো পরতে হবে? এই ধরনের পোশাক সাধারনত ভারতীয় নায়িকারা ই বেশি পরে। এই ধরনের পোশাক অন্য কোন শো তে হলে আমার মাথাব্যাথা হত না কিন্তুু ছোট ছোট কোমলমতি এই বাচ্চাদের অনুষ্ঠানে এই ধরনের পোশাক পরা কতটা আমাদের সংস্কৃতির অংশ তা আমাদের চ্যানেল ও উপস্থাপিকাই ভালো বলতে পারবে। এই দেখে আমাদের নতনু প্রজন্ম কি শিখবে? আবার ঐ পোশাকের স্পন্সর এর নাম নিচ দিয়ে দেখাচ্ছে!! এই ধরনের পোশাক দিয়ে আমাদের বাচ্চাদের কি বুঝাতে চাচ্ছে? কি এই ধরনের পোশাক আমাদের সংস্কৃতি নাকি অনেক বেশি র্স্মাট!! এই প্রশ্নটাই রইল আমাদের উপস্থাপিকা, ফ্যাশন হাউজ এবং চ্যানেল কতৃপক্ষের কাছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

সাদেক বলেছেন: অপসংস্কৃতির ভয়াল থাবা

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

নষ্ট কাক বলেছেন: অনেস্টলি বলছি "কিচ্ছু লাভ হবে না এইসব প্রশ্ন করে কতৃপক্ষের কাছে। সময় এগিয়ে যাচ্ছে,আমরা নিজেরাই নোংরা গুলিকে প্রান ভরে গ্রহন করছি। এই অবস্থায় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও হাস্যকর লাগে।
সব যাবে ঐ নষ্টের দখলে "

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

তাসজিদ বলেছেন: আমিও দেখিছি। কি আর করা। তাহারা স্মার্ট ই বটে

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

খাটাস বলেছেন: নষ্ট কাক বলেছেন: অনেস্টলি বলছি "কিচ্ছু লাভ হবে না এইসব প্রশ্ন করে কতৃপক্ষের কাছে। সময় এগিয়ে যাচ্ছে,আমরা নিজেরাই নোংরা গুলিকে প্রান ভরে গ্রহন করছি। এই অবস্থায় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও হাস্যকর লাগে।
সব যাবে ঐ নষ্টের দখলে "
তবু ও নিন্দা জানালাম।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: চটকানো দরকার।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

বেকার যুবক বলেছেন: ওই পোশাক পড়িয়ে, উনিও যে বাচ্চা তা বোঝানোর চেষ্টা করেছে হয়তো!!!

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

রাজীব বলেছেন: আপনার লেখায় বুঝতে পারছি যে যিনি পোশাকটি পরেছেন তিনি হয়ত এটি পরতে চান নি কিন্তু নীচে যে পোশাকের স্পন্সর আছে। তাদের চাপেই পরতে হয়েছে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০

রাখালছেলে বলেছেন: একটা ছবি থাকলে বুঝতে সুবিধা হত ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

মিছবাহ পাটওয়ারী বলেছেন: এদেশে অনেক দেশি চ্যানেলের চেয়ে স্টা্র প্লাস টাইপের ইন্ডিয়ান চ্যানেলের দর্শকসংখ্যা ঢের বেশি। সে বিবেচনায় ইন্ডিয়ান নিউড কালচার কেউ ফলো করতে চাইলে তাকে দোষ দিই ক্যামনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.