নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

আমাদের পণ্য পণ্য খেলা।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

যে জামাটি আমি কিনেছি তা আমার কাছে পণ্য,

পক্ষান্তরে জামা বিক্রেতার কাছে আমি নিজেই পন্য।

রক্তমাংসের মোড়ক - লেভেলিং, ট্যাগ কিংবা ব্র্যান্ড।

সে নারী আমার উত্তাল যৌবনের বিমোহিত পণ্যের নাম আমিও তার ডিপোজিট স্কিম- সুদ, আসল,যোগ, ভাগ।

আমার খ্যাদ তালিকায় সব পন্যের নাম, গুনগত মান।

জীবনের অপর নাম পানি, পানির অপর নাম জীবন-

জীবন হাসছে, গাইছে, ভ্যাট প্রযোজ্য।

আদমশুমারি করে আমাকে ফেলে দেওয়া হয়েছে শ্রেনীবদ্ধ পন্যের গুদামে,

আর দাতাদের কাছে এই পন্যের দাম পাচ্ছে আমারই অগ্রজ কিংবা অনুজ, পুরস্কার, দেশ-বিদেশ।

আমার প্রথম চিৎকারের জন্য অপেক্ষায় থাকে মধু বিক্রেতা,

আর সব শেষ হওয়ার পরেও অপেক্ষমান খাটিয়ার কাঠ, চা পাতা আর সাদা কাপুড়ের ব্র্যান্ড।

কেউ কি তবে তাকিয়ে আছে পণ্য হাতে -

রক্ত মাংসের পণ্য কবে জন্মাবে?

কেউ কি প্রার্থনায় মগ্ন আমার কবে হবে অবশান?

আমার জম্নের আগে থেকেই আমি প্যাকেটজাত গুরো দুধের টার্গেট কাস্টমার।



আমাদের পণ্য পণ্য খেলা।



মগবাজার, ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.