নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

"সম্প্রচার নীতিমালা" থেকে "মালিকানা নীতিমালা" !

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭

"সম্প্রচার নীতিমালা" থেকে "মালিকানা নীতিমালা" !



২০১৪ সাল গনমাধ্যমের জন্য প্রোডাক্টিভ, দেশের আলোচিত পূঁজিপতিরা অনেক-ই এ বছর টেলিভিশনের মালিকানা পেয়েছেন, কেউ কেউ প্রকাশক হয়েছেন দৈনিক পত্রিকার। বাংলাদেশে প্রতিটি সংবাদপত্র ও টেলিভিশন কোন না কোন গ্রুপ অব কম্পানীর সিস্টার কন্সারন। ২০১৪ সালেই দেশে প্রথমবারের মতন দৈনিক পত্রিকার সম্পাদক নিজেই বিলবোর্ডের মডেল হয়েছেন, এমন ঘটনা আগে ঘটেছে বলে যানা নেই। টেলিভিশন ব্র্যান্ডিয়ে এইচডি ও থ্রিজি নামক USP (Unique selling proposition) যোগ হয়েছে।



মালিকানা এসেছে বিতর্কিত যমুনা গ্রুপের হাতে, ভুমি দস্যুখ্যাত আশিয়ান গ্রুপের হাতে। দিনে দিনে সাংবাদিকতার পরিচয়ে এরা জন্মদিচ্ছে প্রাতিষ্ঠানিক করণিকের যারা শুধুই পুঁজিপতি মালিকপক্ষের, ইথিক্স বস্তুত লোক দেখানো এখানে চাকুরি বাঁচানো ও প্যান্ট সামলানো আসল।



শোনা যায় ২০১৪ সালে একটি টেলিভিশন চ্যানেলের ছিইও প্রধানমন্ত্রীর সাথে ওই টেলিভিশনের ক্যামেরা পারসন পরিচয়ে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন, এমন অনেকই নাকি এখন আমেরিকান ভিসার জন্য দৌড়ঝাঁপ করছে, আপনি কি চান এমন ব্যাক্তিত্বহীন মানুষের নিয়ন্ত্রনে চলুক দেশের যে কোন গনমাধ্যম ?



২০১৪, বদলে গিয়েছে প্রথমআলো এখন তারা বসুন্ধরার বিজ্ঞাপন ছাপে !!



মালিকপক্ষের ইচ্ছা ও রুচির লোক বলেই চলে দেশের সব গনমাধ্যম;মতিউর রহমান,শুপন রায় কিংবা খালেদ মহিউদ্দিন সবার মাথার উপর বড় বেতন বড় বোনাসের টোপ দিয়ে রেখেছে গনমাধ্যম ব্যাবসায়িরা। এমন প্রতিষ্ঠানিক কাঠামোতে ইথিক্স নিতান্তই হাস্যকর শব্দ বটে।



নিউজরুম এখন আর নিউজ এডিটর নিয়ন্ত্রন করে না, এখন সব গনমাধ্যমের নিউজ নিয়ন্ত্রন করে তাদের-ই বিজ্ঞাপন ও বিপণন বিভাগ।



২০১৪,ইনভেসটিগেশন জারনালিজম নামে চালু হয়েছে অলিখিত বিজ্ঞাপনীয় মানসিক চাঁদাবাজি প্রথা। দুই মিনিটের নিউজকে ভয় না পেলে ৩০ মিনিটের ইনভেসটিগেশন নামের তামিল সিনেমা 'তালাশ' কিংবা '৩৬০ ডিগ্রি'। উদাহরণ দিচ্ছি; সম্প্রতি রবি আজায়িটা কে নিয়ে যমুনা টেলিভিশন একটি চমৎকার ইনভেশটিগেশন করে যাতে তারা রবির অজস্র অপকর্ম তুলে আনে, তারপর থেকে রবির মিডিয়া বাইয়িং বেড়েছে যমুনা টিভিতে, ঈদের মধ্যে রবির কাছ থেকে তারা পেয়েছে প্রায় ১ কোটি খরচের রবি যমুনা বামবা কনসার্টের টাইটেল স্পন্সর।



ঠিক গতকাল টিআরপির আশায় এরাই এক ছেলে'কে ২০,০০০ টাকা দিয়ে 'পদ্মায় ভাসমান ৫ দিন পর উদ্ধার' নাটক করছে।



বড়ই বেমানান লাগে বেক্সিমকো, হামিম, বেঙ্গল, স্কয়ার, পালিত বাহিনী সাংবাদিক বলবো না কি আমার মতন করণিক ? কেমন লাগে দেখতে সালমান এফ রহমানের পৌষ্যরা যখন আর একজনকে অসৎ বলে ? মিলিয়ে দেখতে পারেন আগে যেমন জমিদার প্রথায় পাইক পেয়াদা ছিলো প্রথা রক্ষায়, এখন পুজিপ্রথায় পুঁজিপতিরা গনমাধ্যম ও তার কর্মীদের পুষছেন, পালছেন, পূঁজি রক্ষায়।



মালিকপক্ষ রাজনৈতিক সম্পর্কের জোড়ে যা দেখাতে চায়, মহান সাংবাদিকগন তাই দেখাল, যা বলতে বলে তাই বলেন। মালিক রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত, কর্মী মালিক দ্বারা নিয়ন্ত্রিত, এখানে নীতিমালা আসছে কেন ?



ভুলে গেলে চলবে না, গনমাধ্যাম ব্যবসায়ের লাইসেন্স রাজনৈতিক সমজোতায়

পাওয়া, শর্ত ও চুক্তি সবই রাজনৈতিক।



সম্প্রচার নীতিমালা চাই তবে তার আগে মালিকানা নীতিমালা চাই বেক্সিমকো,

হামিম, স্কয়ারের মুখে আদর্শের বানী কিংবা কোন শিক্ষা কিংবা কোন বিনোদন নিতে চাই না ।

--- পূঁজি রক্ষায় এখন সবচাইতে বড় হাতিয়ার গনমাধ্যম, একটাই তো নীতি পূঁজি তার আবার মালা !

৯/৮/২০১৪

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

ফিলিংস বলেছেন: ++++++++

২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

মনিরুল ইসলাম রানা বলেছেন: Thanks

৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

িনয়ামুল কারীম মানসুর বলেছেন: সমাজ এখন মিডিয়া নিয়ন্ত্রিত ।আজ মানুষ মিডিয়ার কথা কুরআনের মত মানে ।কে বলছে,কি তার উদ্দেশ্য এটা বুঝেনা।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

শিশির খান ১৪ বলেছেন: ভাই মোহনা টিভি ,বিজয় টিভি ,মাই টিভি এই তিনটা টিভি চেনেলতো তাবিজ আর জোতিষ দের বিজ্ঞাপন দেখাইতে দেখাইতে মানুষ পাগল বানায় ফালাইসে এগুলার বেপারে কিছু বললেন না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.