![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার মানসিক বিকারগ্রস্থরা ব্রাজিল অভিমুখে; রিওর কোন সস্তা হোটেলে এক প্যাকেট সিগারেটের দামে ১৪ বছরের ল্যাটিন শিশুকে ভোগ, আহা ! আধুনিকতা; ড্রইং রুমে ঝোলানো চে, অফিসের কফির মগে চে, ঝোলায় চে'এর ডায়রি,পাঞ্জাবিতে 'চে, মহাশয় লাল অন্তবাস পরে বিল্পবের আগুন জ্বালিয়ে রেখেছেন তবে বুকের আগুন আর বুকে নেই নিম্নমুখী হয়েছে; কত নিচে নামলে পরে মহান হওয়া যায় ?
এরা তারাই যারা প্রকাশ্যে গনমানুষের অধিকারের দাবীতে সোচ্চার, ভার্চুয়াল প্রোফাইলে সেক্সচুয়াল ইমেজের আশায় আধুনিকের ভাবে গতানুগতিক। এরা প্রতিষ্ঠানিক কবি, প্রবান্ধিক, লেখক, সমাজ সেবক, গল্পকার এবং আধুনিক "লিটনের খালি ফ্ল্যাটের রুপকার"।
এরা যা বলেন তা করেন না যা করেন তা বলেন না। এদের পৃষ্ঠা জোড়া উপস্থিতি; মনে হয় আমরা সবাই গাধা আমাদের এই গাধার রাজত্বে। ভুল সময়ে, ভুল দেখিয়ে, ভুল বুঝিয়ে ভুলিয়ে রাখার অপার ক্ষমতার ভার্চুয়াল ফলোয়ারের বিশাল গরুর হাট মার্কা আয়োজনে।
আমি আমার সময়ের মহানের কথা বলছি; সে আমার বন্ধুও না শত্রুও না, আমাদের একটাই সম্পর্ক আমি তার কাষ্টমার, সিনেমার কাষ্টমার, উপন্যাসের কাষ্টমার, কলামের কাষ্টমার, গদ্য, পদ্য আলু পটল, সানি লিয়ন, লায়লা, সাকিব, লিমন, মুসা সে যা যখন বিক্রি করবে আমি শুধুই কাষ্টমার। টার্গেট কনজুমার ।
মহামান্যরা আগের প্রজন্ম'কে স্যার স্যার করে ফজলুল করিম থেকে হুমায়ুন আজাদ, কিন্তু এরা তাদের অনুসারী না, এদের রাজনৈতিক চরিত্র বিহীন প্রাতিষ্ঠানিক শিল্প ও সাহিত্য আমাদের পেছনে ফেলে দিয়েছে,দিচ্ছে। এদের দর্শনের নাম পুঁজি জীবনের নাম খ্যাতি। তবে তারা বেষ্ট সেলার বটে ! এরা যানে সময়ের বেষ্টসেলার অসময়ে বাদামের বন্ধু আর তাদের বিড়ম্বনার নাম আমাদের এই (?) প্রশ্ন। এই জাগ্রত হওয়ার চেষ্টা, বিড়ম্বনার আমরা প্রশ্ন করতে শিখেছি।
এরা নির্লজ্জ, কারন লজ্জা নারীর ভূষণ সময়ের বেষ্টসেলার সাহিত্যিকের না ।
কৃতজ্ঞতা; হুমায়ুন আজাদ, চোখটা খুলে দেওয়ার জন্য।
©somewhere in net ltd.