![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নায়িকার উইমা,ইসসস আর ঠোট কামড়ানো বাদেও এদেশে এক শ্রেনীর নির্মাতা আছে যারা সিনেমা বানায় কিন্তু যাদের সিনেমায় কোন লগ্নিকারী নেই,কোন ফাইনাল অ্যাকাঊন্ট নেই, যারা পেট আর পশ্চাতদেশ দু'টাই এখনো বাঁচিয়ে রেখেছে ইমপ্রেস কিংবা জ্যাজজ থেকে। বাণিজ্য থেকে মুখফিরিয়ে যারা এখনো শুধু মাত্র মানুষের জন্য ক্যামেরাকে হাতিয়ার করেছে মুক্তি ও মঙ্গলের লক্ষ্যে। সেই সব তরুণ প্রানের সিনেমা আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অডিটেরিয়ামে প্রদর্শীত হবে।
"বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের সিনেমা প্রদর্শনী"
৭ সেপ্টেম্বর, রবিবার, দুপুর ২ টা,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অডিটেরিয়াম।
১। স্বাধীনতা- ইয়াসমিন কবির
২। আগুন রথ - সালমান ফারসী
৩। প্রস্তুতকারক - মাজাহারুল রাজু
৪। আহিঁয়াও - হাবিবুর রহমান
৫। রঙ্গিন জুতা - মেহরাব জাহিদ
নোটঃ ইহাদের সিনেমায় কোন আইটেম নাম্বার নেই।
©somewhere in net ltd.