![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে রাষ্ট্রীয় ভাগাড়ের উচ্ছিষ্ট হাড্ডি কামড়ানো মহান প্রকাশন ও সম্পাদকগন !
ব্রেকিং নিউজে আপনারা লিখেছেন, "অস্ত্র তৈরিতে নয়, শিক্ষার জন্য বিনিয়োগ করুন - প্রধানমন্ত্রী" ", আপনাদের মধ্যে আবার কেউ কেউ লিখেছে " সমরাস্ত্র নয় শিক্ষায় বিনিয়োগ চাই - প্রধানমন্ত্রী", জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি এমন আহবানে যাদের বুক গর্বে ফুলে ফেপে উঠেছে, একথা সত্যি রাষ্ট্রীয় ভাগাড়ের উচ্ছিষ্ট হাড্ডি খেয়ে আপনাদের পেট আগেই ফুলে ফেপে উঠেছে, সন্তানদের দামি স্কুল হয়েছে, বাসার বাজারের জন্যও একটা গাড়ি করে ফেলেছেন, আর কি চাই? সাংবাদিকতায় রাষ্ট্রীয় পদক পাওয়ার প্রথম শর্ত, গুণী ও নির্ভেজাল প্রভুভক্ত কুকুর হওয়া, আপনি সেই পথেই আছেন, ম্যাগসাসও পেয়ে যেতে পারেন !!!
সবাই নিউজটি শেষ করেছেন ঘুরেফিরে একই কথায় " পিনপতন নীরবতায় দেশের ভবিষ্যত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও কর্ম-কৌশলের কথা শুনছিলেন বিশ্ব নেতারা"!
হে মহান সংবাদদাতা, হে লিজেন্ড, ওহে গুণী, আপনি/ আপনারা কি জানেন না, গত মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা "১৫০০০ কোটি টাকার অস্ত্র-সরঞ্জাম ক্রয়" করেন যার সবই সমরাস্ত্র !! জেনেশুনেও আপনারা তথ্যটি গোপন রেখেছেন, কেন ? কিসের লোভে ?
হে মহান আপনি কি জানেন না, জনগণের টাকায় সমরাস্ত্র কিনে বিদেশি প্রভুদের তুষ্টি লাভ করা হয়। অথচ সমরাস্ত্রের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই, কত অস্ত্র রাষ্ট্রীয় ভান্ডারে জমা আছে তাতে জনগণের কিছু আসে যায় কি ?
হে মহান, আপনারা লিখেছেন, "তিনি গুনগত শিক্ষায় বিনিয়োগের কথা বলেছেন", আপনি কি জানেন না এ প্লাসের বাম্পার ফলনের কথা ? আপনি নিশ্চয়ই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ? আমার প্রশ্ন তিনি কি এমন গুনগত মানের কথা বলেছে ? কোথাও কি লিখেছেন সে কথা ?
হে গুণী !! আমি ও আমরা জানি, নাগের ডগার সামনে ঝুলে থাকা রাষ্ট্রীয় উচ্ছিষ্ট চাটেন বলেই আপানার ভাগ্যে নিউইয়র্ক সফর জুটেছে, আপনি দালাল বলেই এখন জাতিসংঘ সদরদপ্তরে বসে সেলফি তুলে পোষ্ট করছেন।
হে গুণী,
আপনি কি ভেবে দেখেছেন, কি ভাবে ও কতটা সুচারু পদ্ধতিতে আমাদের মেধাশুন্য করা হচ্ছে।
হে গুণী, আপনারাও আমাদের মেধাশুন্য করার ষড়যন্ত্রের অংশ বৈকি !
আপনারা সত্যি মহান !
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
তিক্তভাষী বলেছেন: পদলেহী, উচ্ছিষ্টভোগী- এসব শব্দ আগে কথার কথা মনে করতাম।এখন বাস্তবে এগুলোর অসংখ্য নমুনা দেখতে পাচ্ছি।
ভালো বলেছেন।