![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'অবসকিওর ও বাংলাদেশ' বাজারে এসেছে গত ২৭ সেপ্টেম্বর, ভালো লেগেছে দেখে সিডিতে প্রথম ট্রাকটাই আমার লেখা, জন্মের পর থেকে আইডেনটিটি ক্রাইসিসে ভোগা মানুষের জন্য যা সত্যি আনন্দের। আইডেনটিটি কে পাকাপোক্ত ও নিজের ব্র্যান্ড ইমেজ বাড়াতে গানটা'কে ইতিমধ্যে আমার ওয়েলকাম টিউন করে ফেলেছি, তবে ইট ফিলস গুড, আমারই গান আমারই ওয়েলকাম টিউন।
আজ থেকে নতুন একটা মিক্সড অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছি, ভয় নেই আমি নিজের নামে পেইজ খুলে ইনবক্সে হাতে পায়ে ধরবো না 'প্লিজ লাইক এন্ড প্রমোট' ! অন্য কেউ প্রোমট করে এমন কিছু করতে চাই, আর না হলে, I will keep trying
নতুন গানের মুখ ;
"জনপদে আর মানুষ দেখিনা মুখোশের সমাহার
কালের ভন্ড সেজে আছে দেখো সুধীর সর্দার
পাঁজর জুড়ে জমা কত ভয়ার্ত চিৎকার
লাশের পাহাড়ে বেরেই চলেছে বিজ্ঞাপনের হার "
(ওকে, আপাতত আমার নিজের বিজ্ঞাপন শেষ
গানটির লিঙ্ক
http://www.youtube.com/watch?v=XqMdssugXDc
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৮
মামুন রশিদ বলেছেন: অভিনন্দন । শুনব আপনার লেখা গান ।