নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ অভিশাপ

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

' নিরো 'গংদের শিল্প প্রীতি যুগে যুগে রাজ্য ও প্রজার জন্য ভয়ঙ্কর অশিনী সংকেতের পূর্বাভাস । 'হিটলার : দ্য লাস্ট টেন ডেজ' চলচ্চিত্রে হিটলারের জীবনের শেষ দশ দিন তুলে ধরা হয়েছে সেখানে দেখা যায় পুরো পৃথিবীতে আগুন জ্বালিয়ে হিটলার সময় বের করে রেকর্ড শুনছেন! বাংলাদেশে খুনি জেনারেল এরশাদের কবিতা প্রীতি, তার আগের জেনারেলের গান প্রীতি সবই ইতিহাস।

ক্ষমতার দিকে মুখিয়ে থাকা লোভী জিহ্বায় রবীন্দ্র সঙ্গীত কোন স্বাদ দেয় কে জানে ? গোটা দেশটাকে বধ্যভুমি করে অগণিত লাশের পাহাড়ে দাড়িয়ে শুয়ে বসে এ কোন শিল্পপ্রীতি ! আজ সকালেও হয়তো রাষ্ট্রীয় সরাইখানায় গান বেজেছে; প্রেমের গান, বিরহের গান, জীবন যৌবনের গান। আজ সকালেও শিশু পুড়ে মরেছে আগুনে । এমন মৃত্যুকে রাবেন্দ্রীক বলা যায় কি না সেই বিষয়েও কথা হতে পারে।

দেশ পুড়িয়ে দিয়ে ম্যাডাম জিয়ার আদর্শের খোকা বাবুরা আস্তো গরুর ভোজ দিয়ে ক্রিকেট ম্যাচ খেলছিলো সারা দেশে তখনও জ্বলছিলো । কালও জ্বলেছিলো তবুও সেই তাপ আপনার পর্যন্ত পৌঁছাতে না দেওয়ার কৌশল ছিলো রবি বাবু ও তার সুরের অঞ্জলি।

দালালদের শুভেচ্ছা বানী এসেছে প্রচুর; কি মহান শিল্প প্রেম, কি জীবন বোধ রাষ্ট্রপ্রধানের !অবাক হই শিক্ষিত সব শুয়ারের আচরণে, দালালীর সব চাইতে উর্বর ভূমিতে যোগ্য দালালরা ভুলেই যায়; প্রতিটি অনাকাঙ্খিত মৃত্যুর দায় আমাদের সবার ।

রাজনৈতিক কারনে পুড়ে মরা শিশুর জন্য শোক জানাবেন না শিশু সাহিত্যিক। পায়ের কাছে কুকুরের ন্যায় নুয়ে পরলেই বেরিয়ে আসে পদক, বিশেষ সন্মান । কারো জাতীয় পুরষ্কার আমাদের মৃত্যু কে থামাতে পারবে না, কারো আন্তর্জাতিক পুরস্কারও আমাদের অপঘাতের মৃত্যুকে থামাতে পারবে না ।

বাসের মধ্যে পুড়ে মরা শিশুটি জাফর ইকবাল গংদের জন্য একগুচ্ছ অভিশাপ রেখে মরে গেছে, ঠিক আগের পুড়ে মরা শিশুটির মতন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.