নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা মন্ত্রণালয় কি \'লিমিটেড\' কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে?

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর ৭ দশমিক ৫ শতাংশ মূল্যসংযোজন কর বা ভ্যাট আরোপ করে শিক্ষা যে আসলেই পণ্য হয়ে উঠেছে তার বাস্তবিক প্রমাণ দিয়েছেন মাননীয় মন্ত্রী। বাস ট্রাক লঞ্চের মতন এদেশে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি’ নামে একটি সংগঠনও আছে! প্রশ্ন হলো আসলেই যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান হয় তবে মালিকানার এই মহাযজ্ঞ কেন?

যাদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষার এই মহানব্রত তারা কারা? কি তাদের পরিচয়? সরকার পরিবর্তনের সাথে সাথে যে বিষয়গুলো সাধারণের নজরে আসে তা রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যম লাইসেন্স এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের অনুমোদন এখন পর্যন্ত শিক্ষা ব্যবসায় আমরা কি একজনও শিক্ষা অনুরাগীকে দেখেছি? অনুমোদন পাওয়ার পর আমরা গণমাধ্যমের সাহায্যে জানতে পারি কোন কোন লগ্নিকারী একবার শিক্ষাখাতে লগ্নি করতে যাচ্ছে।

গুণগত উচ্চশিক্ষার থেকে কর্পোরেট লগ্নিকারির আসল উদ্দেশ্য মুনাফা বছর শেষে লাভ কিংবা লোকসানের খতিয়ান। একটু হিসেব কষলেই দেখবেন; একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়তে দেশের কর্পোরেট জায়ান্টরা লগ্নি করছে এমন নজিরবিহীন নজির আমরা আজও দেখিনি। যদি নাই থাকে তবে অলাভজনক ব্যবসা করতে তারা কেন আগ্রহ দেখাচ্ছেন? একটি অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ার নিয়ে কর্তা মহাদয়ের তোরজোড় কেন? সাথে আমরা একটা উদাহরণও দিতে পারি; দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রাস্টি সদস্য নিয়ে দেশের প্রভাবশালী গণমাধ্যম লিখেছিলো ‘নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন সিরিজ অপকর্মের কারণে ডুবতে বসেছে’ একটি বিশ্ববিদ্যালয়।

একটু চোখ খুললেই দেখা যাবে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামের পরে ছোট করে কোন গ্রুপ অব কোম্পানির নাম লেখা। কোথাও কোন শিক্ষানুরাগী পাওয় যাবেনা যে শুধুমাত্র শিক্ষাবিস্তারের জন্যই একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন।সেই ১৯৯২ থেকে এখন পর্যন্ত ব্যাবসায়ী এবং রাজনীতিবিদের দখলেই রয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্য।

ভ্যাট বিরোধী আন্দোলনে যারা আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীরা ব্যানার বানিয়েছে। চাঁদা তুলে ওরা ফেস্টুন করেছে। ওরা চেষ্টা করছে ওদের কথা আমাদের কানে পৌঁছানোর।

বিভিন্ন স্তরে ভাগ হওয়া উচ্চশিক্ষার গুণগত মানের প্রভাব পড়েছে চাকুরি দেওয়া প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। কোন কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যাল্যের ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পর্যন্ত গ্রহণ করেন না। পাস করেই যে একটু নিশ্চিত ভবিষত তৈরি হবে বিষয়টি এমন না তার সাথে জুড়ে দেওয়া নানা শর্ত যা অন্য দেশে বিরল ও নজিরহীন।

ছোট বেলায় পড়েছিলাম ‘ভবিষতের ভাবনা ভাবা জ্ঞানীর কাজ’। সেই ভাবনা পাল তুলেছে রাষ্ট্রের সব মহলে। প্রশ্ন তবে কি দিনে দিনে প্লাল্টে যাচ্ছে কি আমাদের ভবিষত?

মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, ‘তারা ৫০ হাজার টাকা ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেনো দেবে না? তাদের আন্দোলনে আমার কোনোভাবেই সমর্থন নেই’।

এদেশে উচ্চশিক্ষার এতটাকা কেন বেতন দিতে হয় সেই প্রশ্নটি আজও মন্ত্রী মহাদয়কে কেউ করেনি। গড় মাথাপিছু আয়ের হিসেবে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত কি ভাবে এই শিক্ষাখরচ বহন করেন তাও কেউ খতিয়ে দেখেনি।

জানতে ইচ্ছা হয় এই ভ্যাট নিয়ে রাষ্ট্র কোন খাতে ভর্তুকি দিতে চায়? কাদের জন্য এই ভর্তুকি? আগামীর জন্য? আমাদের আগামী তো ক্লাসরুম থেকে বেড়িয়ে রাস্তায় চলে এসেছে; পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। কোন আগামীর জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়তে চলেছে সরকার যেখানে এই তরুণরা এতটা উপেক্ষিত?

এ কেমন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? কিছু শিক্ষার্থী যখন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এগিয়ে যায় তখন মাঝপথে বাঁধা হয়ে দাঁড়ায় পুলিশ। অথচ আমরা আশায় ছিলাম প্রধানমন্ত্রী দপ্তরের কেউ না কেউ মাননীয় প্রধানমন্ত্রীর একরাশ শুভেচ্ছাসহ ওদের কাছে আসবে ওদের কথা শুনবে।

যে স্বপ্ন বুকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখেন এই তরুণরাই সেই স্বপ্নের হাতিয়ার। ওদের সাথে এমন আচরণ কেন? ওরা আক্রান্ত কেন? ওরা রাজপথে কেন? বিগত বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতার মাশুল গুণতে হয়েছে সব শিক্ষার্থীকে তারপর এখন চলছে আন্দোলন শিক্ষার এই অস্থিরতা তবে কি একটি চলমান প্রক্রিয়ায় রুপ নেবে?

সরকারের নীতিনির্ধারক মহলের কাছে আর্জি জানাই দায় করে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় লিমিডেটে রূপান্তরিত করার পাঁয়তারা বন্ধ করে শিক্ষার উপর আরোপিত ভ্যাট বাতিল করে। শিক্ষার্থীদের আবার ক্লাস রুমে ফিরে যেতে সাহায্য করুন।
- See more at: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

হামিদ আহসান বলেছেন: লিমিটেড কোম্পানি ........হলেও অবাক হব না৷

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১২

বেরসিক কথক বলেছেন: বাংলাদেশেরর শিক্ষা ব্যাবস্থার এমন জেরবার অবস্থার জন্য মন্ত্রী নুরুল নাহিদই দায়ী। আজকাল আর মেধার বিকাশ একেবরেই

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: কাদের জন্য এই ভর্তুকি? আগামীর জন্য? আমাদের আগামী তো ক্লাসরুম থেকে বেড়িয়ে রাস্তায় চলে এসেছে; পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। কোন আগামীর জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়তে চলেছে সরকার যেখানে এই তরুণরা এতটা উপেক্ষিত?
আর কিছু বলতে ইচ্ছে করছে না।। হয়তো উল্টা-পালটা কিছু বলে ফেলবো ভয়েই হয়তো।।

৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:১২

মনিরুল ইসলাম রানা বলেছেন: সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.