![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মলাটের রক্ত শুকায়নি এখনও
শব্দেরা পরে আছে বেড়ি
বাজারে নতুন মহাপ্রান
ক্রন্দনরত আমার বৈশাখ অঘ্রান
পাতা থেকে তুলে ফেলা হবে; দাড়ি,কমা
প্রানভ্রমরা পাবে না তুমি ক্ষমা
টর্চার সেলে ছাই হবে তোমার প্রান
জানি তবু ছড়াবে সুঘ্রান
স্বাধীনতা হে স্বাধীনতা
এ কোন দীনতা ?
একদিন প্রেসনোট হবে
সকলের সব কবিতা ।
১৬/২/২০১৬
রাজাবাজার, ঢাকা
©somewhere in net ltd.