নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত নামা

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫৩

সুবিমলমিশ্র এক আলোচনায় বলেছিলেন 'আমাদের সমাজ পরিবর্তনের বড় বাধা মধ্যবিত্ত মূল্যবোধ' এর ব্যাখায় তিনি যোগ করেন 'সাধারণ লোকের দারিদ্র ও অশিক্ষার উপরেই একদল শিক্ষিত মধ্যবিত্তের প্রতিষ্ঠা নির্ভর করে ' শিক্ষিত মধ্যবিত্তের দায় নিয়ে লিখছেন বাংলা ভাষাভাষীর সব গুরুত্বপূর্ণ দার্শনিক এই অংশটুকু তার অল্পএকটু উদাহরণ।

'মধ্যবিত্তের দায়' গুরুত্বপূর্ণ মনে করেছিলেন বলেই কথা বলেছিলেন, লিখেছিলেন হয়তো আমাদের মতই আলোচনায় তুমুলর্তক করেছেন।

আমারাও আমাদের সময়ে কথা বলছি, লিখছি, গাইছি আড্ডা দিচ্ছি, ফেসবুকিং করছি। প্রশ্ন হচ্ছে আমাদের সময়ে শিক্ষিত মধ্যবিত্তের দায় কি হতে পারে? - তা নিয়ে আলোচনা হতে পারে, শিক্ষিত মধ্যবিত্ত;কেউ বেকার, কেউ চাকুরিজীবি, কেউ সন্তানের জনক, কেউ কবি, কেউ হবু আমলা, কেউ বিসিএসসের নোটবুকে মুখ লুকিয়ে রেখেছে, কেউ বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ব্যস্ত কবে একটা চাকুরি জুটবে, কেউ ম্যাচে কেউ হোষ্টেলে কেউ না খেয়ে রাত পার করছে; এই যে অগনিত মানুষ এরাই তো মধ্যবিত্ত। অবশ্য শিক্ষিত মধ্যবিত্ত, ঘুষ দিয়ে চাকুরি নিয়ে ঘুষের টাকা উঠানোতে ব্যস্ত যে, নত হতে হতে যারা চিরাস্থায়ী অবনত তারাই তো?

আমরা কি এর বাইরের অংশ? নিজেকে প্রশ্ন করা যেতেই পারে আমি এই অগনিত অবনতদের একজন কি না?

ব্যক্তিসংকট চিরাস্থায়ী হয়ে এক দেয়াল বানিয়ে দিয়েছেন জীবন যাত্রায়, প্রতিদিন বিচ্ছিন্ন একা হয়ে হয়ে একটা বিচ্ছিন্ন কিন্তু সমান্তরাল সামগ্রিক যাত্রায় অংশ নিচ্ছি। ভুলে গেছি রাষ্ট্র,সমাজ,আমি,আমার অবস্থান, পৃথিবী,আমাকে ঘিরে যে রাজনীতি, সবই যেখানে আমি কেন্দ্রিক সেখানে আমিই নেই, আমি ব্যস্ত উৎপাদনের অংশ, শ্রম আইনের তোয়াক্কা করে না যারা আমি, আমরা তাদেরই শ্রমিক। জেনে শুনে বুঝে আমি প্রতিদিন আমার সাথে যে সকল অন্যায় অসংগতি তা মানিয়ে নিয়েছি।

যখন বাড়ি ভাড়া বাড়ায় অন্যায়ে কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলো আমি আমারা জানতেই পারেনি, যখন তনু হত্যার বিচারে কিছু মানুষ একত্তিত্র হয়েছিলো আমারা জাগ্রত আন্দলোনের জোয়ারে নিজেকে ভাসাতে পারিনি, তার মানে আমি মেনে নিয়েছি তনু আমার বোন কিন্তু তনু হত্যা বিচার নিয়ে আমার কোন ব্যাধা নেই, কারন আমার মাথা নেই!

দিনের পর দিন কিছু মানুষ শাহবাগ কিংবা প্রেস ক্লাবের সামনে সুন্দরবন নিয়ে যারা আমাদের একত্রিত হওয়ার ডাক দিলেন আমরা তাকে আমলে নেয়নি। তারা হেটে হেটে রামপাল গেল আমরা তাও আমলে নেইনি। এই যে সংবাদপত্র টেলিভিশনের ছবিতে এদের পুলিশের মার খেতে দেখি তা নিয়ে আমাদের কোন উৎকন্ঠাও নেই! আমি ও আমারা কোন দায় বিশ্বাস করি কি?

নিজেকে প্রশ্ন করা উচিত প্রতিটি মধ্যবিত্তের, আমার শিক্ষার দায় কি? আমার জন্মের, আমার সময়ে বেচে থাকার দায় কি? মিছিলে পুলিশের লাঠিতে আহত ছেলেটা আর আমার সম্প্রক কি? সুন্দরবন ইস্যুতে আমার করণীয় কি? প্রশ্ন করতে পারেন নিজেকে।

দায় অনুভব করলে আগামীর মিছিলে আজকের আহত যে কোনো তরুনের সাথে আপনার দেখা হতে পারে অথবা আপনি অবনত থাকুন।

২৯.৭.২০১৬

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.