নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টিসেলিম

টিসেলিম › বিস্তারিত পোস্টঃ

এটাই কি সামুর রীতি!!!!?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

এটাই কি সামুর রীতি!!!!? আজ ৩মাস ৬দিন পর মন্তব্য করার সুযোগ পেলাম .। ৭দিন ওয়াচে রাখার কথা বলে ৯৬ দিন রাখলো .। এভাবে চলতে থাকলে ব্লগে আসার সাধ মিটে যাবে

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

বিভূতিভুষন বলেছেন: ভাই আমি ৫ মাস ওয়াচে থাকার পর কমেন্ট করতে পারতেসি :|

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

টিসেলিম বলেছেন: আপনার আর আমার মনের অবস্থা এক :(

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

কেএসরথি বলেছেন: এটা হচ্ছে দেশী স্টাইল।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

আমার দেশ বাংলাদেশ বলেছেন: ভাই, জেনারেল যখন হয়েই গেছেন, আর রাগ করে লাভ কি? আমিও ঠিক ৯৬ দিন পর গত পরশু জেনারেল হইছি।

আপনাকে অভিনন্দন

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

টিসেলিম বলেছেন: এই স্টাইলে যে কতজন নিজের আইডি পাসওয়ার্ড ভুলে যায় তার ঠিক নেই @কেএসরথী

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

টিসেলিম বলেছেন: রাগ করে কিছুই হবে না জানি .। তবে ৭দিন ওয়াচে রাখার কথা বলে এতদিন রাখা ঠিক নয়

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

টিসেলিম বলেছেন: বাহ জেনারেল হওয়ার পর প্রথম পোস্টেই ৫০ ভিউ

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার লাগছে ৪ মাস!!!!

/:) /:) /:) /:)

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

টিসেলিম বলেছেন: হায় হায় আপনাদের ধৈর্য দেখে তো আনি অবাক

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

টিসেলিম বলেছেন: বর্ষন ভাই তো দেখি জাত ব্লগার

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

সবুজ ভীমরুল বলেছেন: হিজাবের বিরোধীতা করে একটা সুশীলিয় লেখা লেখেন। দেখবেন কয়েক দিনের মধ্যেই সেফ করে দেবে!!

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

টিসেলিম বলেছেন: আইচ্চা .। ভালা বুদ্ধি

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ৩মাস ৬দিন !
আপনি ভাগ্যবান !
আমার ৮ মাস লেগেছিল !
শুভেচ্ছা , হ্যাপি ব্লগিং !
আর দেখেন নাই আগে মন্তব্যের সুযোগ পেলে সবাই মিষ্টি আপ্যায়ন করে ! এইগুলা শিখানোর জন্যই ওয়াচে রাখা হয় সম্ভবত !

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আর মন্তব্যের প্রতিউত্তর দেয়ার জন্য কমেন্টের উপরের অংশে মাউস নিলেই একটা সবুজ সাইন দেখতে পাবেন , যেটাতে ক্লিক করলে মন্তব্যের উত্তর দেয়ার জন্য একটা ঘর আসে !

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ম্যানিলা নিশি বলেছেন:

৭দিন ওয়াচে রাখার কথা বলে ৯৬ দিন রাখলো


ঐ সাত দিনে কয়টি ব্লগ পোষ্ট করেছেন? ৭দিন ওয়াচে -- অর্থাৎ সাত দিন আপনার পোষ্ট ওয়াচে রাখা হবে।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

টিসেলিম বলেছেন: ধন্যবাদ অভি, ফোন থেকে আছি তো তাই ওইভাবে রিপ্লি দিতে পারছিনা

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

টিসেলিম বলেছেন: ধন্যবাদ অভি, ফোন থেকে আছি তো তাই ওইভাবে রিপ্লি দিতে পারছিনা

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

টিসেলিম বলেছেন: ধন্যবাদ অভি, ফোন থেকে আছি তো তাই ওইভাবে রিপ্লি দিতে পারছিনা

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

টিসেলিম বলেছেন: নিশি আপু, আগের পোস্ট গুলা কেউ দেখেনি বলে ২দিন আগে রিমুভ করে দিয়েছি .

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

টিসেলিম বলেছেন: বাহ বাহ সেঞ্চুরী হল! ফিলিং আনন্দ

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

যাফর বলেছেন: সবারই একই অবস্থা দেখছি! আমরও একই কপাল।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

টিসেলিম বলেছেন: :'( :'(

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

gazikaiser বলেছেন: আমিতো তিন বছর পর........। :(

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

টিসেলিম বলেছেন: কন কি!!!!!!!??????

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: আপনিতো চলেই এসেছেন । এখন আরামসে ব্লগিং করে যান ।


হ্যাপি ব্লগিং ।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

টিসেলিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.