![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্যানী,তোমাকে কবে দেখেছিলাম ভুলে গেছি
তুমিও কি আমাকে ভুলে গেছো?
আমার নামের পাশে কি স্বার্থপর বিশেষণ খানা জুড়ে দিয়েছো?
বিশ্বাস করো আমি অতটা স্বার্থপর নই
বিশ্বাস করো তোমার লাল সিদুরখানা আমার সহ্য হতো না
লাল জামদানিখানা কি ছিড়ে ফেলেছো?
কত কষ্ট টাই না করে নদীর পাড়ের মেলা থেকে জামদানি খানা কিনেছিলাম
আমি কিন্তু এখন শূন্যতায় ঘুরে ফিরি কল্যাণী
মনে হয় যেন এইতো তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি
মনে হয় যেন সারা জীবন এই হাত টা ধরে বসে থাকি
জানো? মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে
অনেক কষ্ট হয়
পুজোর আাসনে বসে আমার জন্য একটু প্রার্থনা করো তো?
যদি পারতাম আবার আসতাম তোমার কাছে
তা তো এখন সম্ভব না
সেদিনের একটা ভুল আমাকে তোমার কাছ থেকে দুরে সরিয়ে দিয়েছে
না ফেরার দেশ থেকে তো কেউ ফিরে আসতে পারে না কল্যানী
দরজাখানা যে শক্ত করে বন্ধ!
©somewhere in net ltd.