![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★ফ্রেন্ডশীপ★★
আমি, মাহি ভাই এবং স্বর্না আপু। আমরা তিনজন
খুব ভাল বন্ধু। বলতে পারেন এক আত্মা, এক
প্রাণ। যদিও আমরা কেউ কাউকে সামনা সামনি
দেখি নাই। ফেসবুকে আমাদের পরিচয়। আমি
তুষার, বরিশালে থাকি, মাহি ভাই ও স্বনা আপু ঢাকাতে।
আমাদের পরিচয় হয় একটু ভিন্নভাবে।
আমি অনেক আগে থেকেই রোমান্টিক
স্টোরি
পড়তাম। আর সেইজন্য রোমান্টিক গল্প নামে
একটা পেইজ খুলি। ওখানে প্রতিদিন ২-৩ টি স্টোরি
পোস্ট করি।মাহি ভাই প্রতিটা পোস্টে লাইক
কমেন্ট করে আর সেই থেকেই তার সাথে
পরিচয়। একদিন
মাহি ভাই একটি পোস্ট কমেন্ট করল আমি ও সাথে
সাথে রিপ্লে দিলাম। হঠাৎ একটি মেয়ের রিপ্লাই
আসল। আর এই মেয়েটাই হল স্বর্না আপু।
আস্তে আস্তে তিনজন পরিচিত হলাম। এইভাবে
আমাদের মধুর বন্ধুত্বের সূচনা।
আমরা তিনজন মেসেজ গ্রুপ খুলে আড্ডা শুরু
করি। আমাদের গ্রুপের নাম ৩ ইডিয়ট। নামটা মাহি
ভাইয়ের দেওয়া। মেসেজর মাধ্যমে আমরা
পরিচিত হই।
- আমি তুষার ,বরিশাল থাকি। সবসময় ফ্রি মাইন্ডে কথা
বলি। (আমি)
- আমি মাহি, ঢাকাতে থাকি। আমি খুব ফ্রেন্ডলি। (মাহি)
- আমি স্বর্না, আমিও ঢাকাতে থাকি।আড্ডা দিতে
ভালবাসি।(স্বর্না)
আমি একটু ফাজিল।অন্যদিকে মাহি ভাই একটু বাচাল এবং
আপু খুব রসিক,কিছু বললে মাইন্ড করতো না।
একদিনের ঘটনা বলি।তখন রাত ১২ টা আমরা তিনজন
ফেসবুকে আড্ডা দিতেছি। আমাদের আড্ডার
বিষয় হল বয়ফ্রেন্ড এবং গার্লফেন্ড।প্রথমে
আমি শুরু করি।
-আচ্ছা আমরা পরিচিত হলাম অনেকদিন হল। কিন্তু
তোমাদের গার্লফেন্ড বা বয়ফ্রেন্ড
সম্পর্কে কিছুই জানলাম না ।(আমি)
- ভাই আমার কোন গার্লফেন্ড নাই ।(মাহি )
-আরে ভাইয়া ,কাদো কেন? খুজতে থাকো
পেয়ে যাবা। (স্বর্না)
-ওকে আপু কিন্তু তুমি যদি খুজতে সাহায্য করতা।
(মাহ)
-ওকে করব ,কিন্তু তুষার তুমি কিছু বলসো না কেন
।(স্বর্না)
-আমি কি বলবো ।আমারও গার্লফেন্ড নাই।মাহি ভাই
আসো দুইজন একসাথে এক গ্লাস পানিতে ডুইব্বা
মরি। কিন্তু স্বর্না আপু ,তুমি তোমার
বয়ফ্রেন্ডের কথা তো বললা না ।(আমি)
-হয় ভাই, তুমি ঠিক কইছো। আমি আইতেছি । (মাহি)
-ঐ তোমরা কি শুরু করছো ? আর
বয়ফ্রেন্ডেের কথা বলা যাবে না ।(স্বর্না)
-আমরা তোমার বয়ফ্রেন্ডের কথা শোনার
অপেক্ষায় থাকব। (আমি ও মাহি একসাথে)
আমাদের বন্ধুত্বের সম্পর্ক যেন আজীবন
টিকে থাকে।
বি:দ্র: এটা আমার ১ম লেখা। তাই সবাই ক্ষমার
দৃষ্টিতে দেখবেন।
©somewhere in net ltd.