নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যমনস্কতায় আমি

হ্যাঁ, মানে ইয়ে, দাড়াঁন দাড়াঁন, মনে পড়েছে; কি যেন বলছিলাম? আরে দূর, আবার অন্যমনস্ক হয়ে গেছি!!!

অন্যমনস্কতায় আমি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম এবং তাঁর মর্ম...

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

অভিজিৎ রায়; যাঁরা বই পড়েন তাঁদের কাছে একজন পরিচিত নাম, তাঁর বাকী পরিচয়ে নাই বা গেলাম। যাই হোক, তিনি আবার কিছু কিছু মানুষের কাছে "নাস্তিক" নামে পরিচিত, জানি না কিভাবে মানুষের আস্তিকতা বা নাস্তিকতা বিচার করেন! সর্বশক্তিমান কি কোন নাস্তিক পেলেই জবাইয়ের কথা বলেছেন???

যাই হোক, সমস্যা একটায়, না মানে আসলে ধর্ম আমাদের সবচেয়ে এবং সবচেয়ে দুর্বলতম জায়গা। কিন্তু ধার্মিক অধার্মিকের বিচারকর্তা কোনভাবে মানুষ হতে পারে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, আমাদের সামনে নাস্তিক দেখলে তাকে জবাই না করে বুঝান, এরকম বুঝিয়ে আমাদের বহু মহাপুরুষ অধার্মিকককে ধর্মের আশ্রয়ে এনেছেন, আমাদের কাউকে ভাল না লাগলে আমরা তাঁর থেকে দূরে থাকি; সমস্যা তো সমাধান হলো...

এই কথা সবারই জানা, ধর্ম হল সেই জিনিস; যা মানুষ ধারণ করে... চাপিয়ে দেওয়া নয় কিন্তু...

আমার মনে হয়, নাস্তিকেরও দরকার আছে; যারা গঠন মূলক সমোলচনা করবে, যাতে ধর্মের দোহাই দিয়ে, ফাঁকফোকর দিয়ে আই. এস. তৈরী না হতে পারে...

জাফর ইকবাল স্যারের একটা কথা না বলে পারছি না,

" এদেশে দুইটা না চারটা না একশোটা রাজনৈতিক
দল থাকবে, একশোটা মতের মানুষ
থাকবে কিন্তু সবাইকে একাত্তরের
চেতনা ধারন করতে হবে। এর
বাইরে কেউ থাকতে পাড়বে না।
এর বাইরে গেলে ইউ আর আউট"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.