নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ভাতিজার জন্য তার খালা ১০ টা রঙ্গিন প্লাস্টিক ঘুড়ি নিয়ে এসেছিল।
আমি তার কাছের থেকে একটা চাইলে সে চিল্লায় বললঃ "মা উল্লাস চাচ্চু আমার কাছের থেকে ঘুড়ি চায়।" ( পারলে কান্না করে দেয় ) (-_-)
তখন ভাবী বললঃ না, না, দিস না। এদিকে নিয়া আয়। উঠায় রাখ।
এক্ষেত্রে এদিকে যদি আমার সন্তান হত তাহলে আমি বলতামঃ " চাইছে দাও। এইটা জিজ্ঞেস করার কি হল? সব সময় সবার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবা। "
আজকাল সন্তানেরাই তাদের বাবা মা থেকে সঠিক শিক্ষা পায়না। যেখানে পরিবারগত শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩১
নতুন বলেছেন: আজকাল সন্তানেরাই তাদের বাবা মা থেকে সঠিক শিক্ষা পায়না। যেখানে পরিবারগত শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।