নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

এমন দিন আসতে বেশি দেরি নেই.।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

সারাদিন ক্লাস ল্যাব করে ক্লান্ত ছেলেটা ফেসবুকে লগইন করেই দীর্ঘশ্বাস ফেললো। চারশো ফ্রেন্ড রিকুয়েস্ট চলে এসেছে এক রাতে। সবই মেয়ে আইডির, সবাই তার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের মিউচুয়াল। ম্যাসেজ জমা হয়ে আছে ছাব্বিশটা। কে দিবে এসবের আন্সার? দেখা যাবে সবই তার ক্যাম্পাসের বড় আপু বা ক্লাসের মেয়েগুলোর। কোনটাই ইম্পর্টেন্ট কিছুনা। কিন্তু রিপ্লাই না দিলে শুরু হবে ঝাড়ি। নোংরা কথাও শুরু হবে।
ইনবক্সের ম্যাসেজ গুলো চেক করতে করতে একটা নাম দেখে চমকে যায় ... ইশরাত!! তাদের ব্যাচের এই মেয়েটা ক্যাম্পাসের বিরাট পলিটিকাল লিডার ... জাহিদ শুনেছে তার উপর একটা নাকি চোখ আছে মেয়েটার ... সেই মেয়ে ইনবক্স করেছে "frend requ ecept koro"
জাহিদ ভয়ে ভয়ে তার রিকু খুঁজে একসেপ্ট করে রিপ্লাই দিলো "জি, করলাম"
"valo acho jahed"
"জি ভালো। আপনি?"
"are amra to clas met. amke tome kore bolba"
"জি, ঠিকাছে"
"jahed. tome kub balo chele. ami tmke onk like kore"
"ধন্যবাদ"
"tome ki kal amar sathe ektu daka korta parba?"
"কেন?"
"kano daka hole bolbo. tmr no ta dao"
"জি?"
"tmr pon nambar dao"
"সরি ফোন নাম্বার খুব ক্লোজ কাউকে ছাড়া দিতে বাসা থেকে মানা আছে"
"oi chele beshi basa basa korba na. eita basa na.no dite bolsi no dao"
"প্লিজ ..."
"oi pola toi janos ami ke? amar nam shunle sobai kapa kapi lagay dey. kono kota nay tui no de..."
জাহিদ আর সহ্য করতে না পেরে ব্লক মেরে দিলো। জানে এর পরিণতি খুব খুব খারাপ হবে। হয়তো দেখা যাবে ক্লাস থেকে ফেরার পথে ইশরাত আরো কিছু মেয়ে নিয়ে তাকে রাস্তায় অপমান করলো। বা আরো খারাপ কিছু।
এই নোংরা সমাজে সুন্দর একটা ছেলে হয়ে জন্মানোটাই অভিশাপ লাগে জাহিদের কাছে। স্কুল-কলেজে থাকতে এলাকার বখাটে মেয়েদের জ্বালায় অশান্তিতে ছিলো পুরো পরিবার। এখন বাসা থেকে দূরে পড়তে এসে পেয়েছে ভার্সিটির বড় আপুদের সার্বক্ষনিক যন্ত্রণা। ফেসবুকেও শান্তি নেই। ইনবক্স ভরে থাকে অচেনা মেয়েদের নোংরা ম্যাসেজে। একবার নিজের রিয়েল ছবি আপলোড দিয়েছিলো। সাথেসাথে কিছু ভিরিক্কি টাইপের বড় আপু এসে ইনবক্সে উপদেশ দিয়ে গেসে," দেখো জাহিদ, ফেসবুকে এভাবে ছবি শেয়ার করাটা ঠিক না। অনেক খারাপ মেয়ে আছে ফেসবুকে। তোমার ছবি নিয়ে নোংরা ওয়েবসাইটে দিয়ে দিবে!!" ভয়ে ছেলেটা আর ছবি আপ্লোড দেয় নি কখনো। এখন ফেইক আইডি বলে গালি খায়।
আইডিটা ডিএক্টিভ করে জাহিদ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। ছেলে হয়ে জন্মানোর অপরাধে নিজেকে আরেকবার ভয়ানক পঁচা একটা গালি দিলো সে যেটা ছেলেদের মুখে নেয়াই মানা!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭

েজসমিন ০০৭ বলেছেন: এই ডা কিসু হৈলো

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১

উল্লাস সাইমুন বলেছেন: খিকজ.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.