নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

"এক অতিসাবধানী ফেসবুকারের দূঃস্বপ্ন"

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১

একটা প্রোফাইল পিকচার পর্যন্ত নাই এরকম এক আইডি হইতে ফ্রেন্ড রিকুর সাথে ম্যাসেজঃ
"প্লিজ একসেপ্ট করেন"
সাথে সাথে ঐ রিকুয়েস্ট ডিলিট
"আপনি রিকুয়েস্ট ডিলিট করে দিলেন?"
"এইরকম ফেইক আইডির রিকু ডিলিট করাই নিয়ম ... ব্লকও মারতে পারি"
"আমি কিন্তু এখন কান্না করবো"
" gasp ইমোটিকন কান্না করার কি আছে? বাট করতে চাইলে করো, কান্না ভালো জিনিস"
"আপনি এত্তগুলা পঁচা"
"হেহে"
"আমি কিন্তু সত্যি সত্যি কান্না করছি ...আপনি জানেন আমি আপনাকে কতটা পছন্দ করি?"
" মেয়ে তুমি আমাকে চিনো না পর্যন্ত!!"
"চিনি... I love u"
"মাইরালা আম্রে ...
"বলনা একবার ... do u love me?"
"আইসে ফেইক আইডি লাবু কইতে ... ভাগো!!"
"এইভাবে বলতে পারলা? আচ্ছা, আমি এখন স্লিপিং পিল খাবো, হ্যাপি?"
"না, আমি রুবেল
তারপর ইন্টারনেট কানেকশন অফ করে আরামে ঘুম দিলাম ... নির্ঘাত কোন বন্ধুর কাজ ... এত কাঁচা কাজ ক্যামনে করে এগুলা? যত্তসব
... ...
"দোস্ত দোস্ত ঘুম থেকে উঠ সর্বনাশ হইয়া গেসে!!" রুম মেটের প্রবল ধাক্কা ধাক্কিতে ঘুম ভেংগে উঠলাম ... "কি হইসে? কি লাগাইসোস?" ঘুম কাটে নি এখনও ... "দেখ এইটা" হাতের পেপার এগিয়ে দিলো সে
চোখ মুছতে মুছতে দেখি এক কোনায় ছোট হেডলাইন "প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যত হওয়ায় রাজধানীতে এক মেয়ের স্লিপিং পিল খেয়ে হাসপাতালে ভর্তি ... জানা গেছে ওই ছেলের নাম ... তার ফেসবুক আইডি ..." আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো ... তখনই দরজা ভেংগে রুমে ধুমধাম চার পাঁচটা পুলিশ ঢুকে পড়লো!!
"মামুর বুটা ফেইসবুকে মাইয়া পটাও? চল থানায়!!" মুশকো পুলিশ আমার কলার ধরে দিলো ঝাড়ি ... "ইয়ে আমি... আমার কোন দোষ নাই..." "আবার কথা বলে!!" বলতে বলতে দিলো পাছায় একটা বাড়ি!!
পাছায় বাড়ি পড়তেই দ্বিতীয় বারের মত ঘুম ভেংগে উঠে হাউমাউ করে বলে উঠলাম "আই লাবু ফেইক আইডি ... আইলাবু" কিন্তু তখন ঘরে আর কেউ নাই। ফেইসবুকে ঢুকে দেখি সেই আইডিটাও কালো হয়ে গেসে।
আজকাল কেন জানি সকালের পেপারটা পড়ার সময় খুব আতংকে থাকি আমি!! /:)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৭

আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশের সবাই আতঙ্কে থাকে| যাই হোক, গল্প যদি হয় তাইলে বলব বাজে হয়েছে| ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.