নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

নারীরা নারীই। মানুষ না।

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

সুলতানা আপাদমস্তক বোরখায় ঢেকে
বিশ্ববিদ্যালয়ে যায়। বোরখা না পড়লে
তার রক্ষনশীল পরিবার তাকে
বিশ্ববিদ্যালয়ের আসার অনুমতি দিতো
না। আর এখন বোরখা পড়া বন্ধ করলে তার
ছোট বোন-কাজিনদেরর পড়া বন্ধ হয়ে
যাবে। তাই কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও
সে বোরখা পড়ে।
সুলতানার বেশিরভাগ সহপাঠিই প্রেম
করে। সেও অনেক প্রস্তাব পায়; কাউকে
ভালোও লাগে। কিন্তু সে প্রেম করে তা
জানাজানি হলে তার ছোট বোন-
কাজিনদের পড়া বন্ধ হয়ে যাবে। তাই
কিঞ্চিত ইচ্ছে থাকা সত্ত্বেও সে প্রেম
করে না।
অনার্স শেষ হতেই তার বিয়ে ঠিক করা
হয়। তার মোটেও বিয়ের ইচ্ছে ছিলো না
এই সময়ে। কিন্তু অবাধ্য হলে তার
নেতিবাচক উদাহরন হয়ে থাকবে
পরিবারে। তার প্রভাব পড়বে তার
ছোটবোন-কাজিনদের উপর, তাদের পড়া
বন্ধ হয়ে যাবে। তাই তীব্র অনিচ্ছা
নিয়েও বিয়েতে রাজি হয়।
সুলতানা ও তার স্বামী দুজনেই চাকরি
করে কিন্তু ঘরের সব কাজ সুলতানাকে
একাই করতে হয়। সুলতানার বেতনের
টাকা বেশিরভাগ তার স্বামী নিয়ে
নেয়। মাঝে মাঝে বিদ্রোহ জাগে।
ইচ্ছে করে সব ছেড়ে নিজের মতো করে
বাঁচতে। কিন্তু ডিভোর্স নিলে এর
নেতিবাচক প্রভাব পড়বে...
সুলতানা পুরোপুরি প্রস্তুত না হলেও তার
স্বামীর জোরাজোরিতে গর্ভধারন করতে
বাধ্য হয়। তার সার্বক্ষণিক কাজ হলো
অফিস, রান্নাঘর, স্বামী-সন্তানের সেবা।
সব মেনে নেয় সুলতানা। মেনে না নিলে
কী হবে তা মনে করতে পারে না...
সবাই সুলতানার প্রশংসা করে। সেই তার
অবস্থান থেকে প্রথম বিশ্ববিদ্যালয়ে
পড়েছে, চাকরি করছে। উগ্র
নারীবাদীদের মতো স্বেচ্ছাচারি না
হয়ে তার অনুজদের জন্যও পথ তৈরি
করেছে।
সুলতানা ভেবেছিলো সে লড়াই করছে
খাঁচা ভাঙার জন্য। কিন্তু সে শুধু খাঁচার
আয়তনই বাড়াতে পেরেছে। এই খাঁচার
উচ্চতা খুব কম। মাথা উঁচু করে দাঁড়ানো
যায় না, কুঁজো হয়ে থাকতে হয় সারাক্ষন..
এবঙ আমাদের দেশের কতগুলো চুষীল মোডারেট খচ্চররা এটাই চায়। এইজন্যই তথা
কথিত ভদ্র নারীদের তারা নারীবাদের
পথিকৃত বানিয়ে দেয়। আর যারা আপোষ
করতে চায় না তাদের বলে অদূরদর্শী উগ্র
নারীবাদি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.