নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানেই দেখিবে বজ্জাত,
করো প্রতিবাদ।
তুলো নিজের হাত,
দেখাও তোমার জাত।।
নিজেকে ভাবতে শিখো মানুষ,
নারী নও।
দেশ তো তোমাদেরই,
এগিয়ে যাও।।
বিশ্বাস করো,
তোমাকে তারা ভাবে ভোগপণ্য।
কিন্তু তুমি ভুলিওনা,
তুমিই তাদের দিয়েছ জন্ম।!
তোমরা তো শুধু ঘরের কোণে বসে
নিজেকে তৈরি করো অন্যের জন্য।
আর না, এইবার বেড়িয়ে পড় খুঁজতে
নিজেই নিজের অন্ন।
কবিতা কি তাতো আমি বুঝিনা,
কিন্তু চুপটি করে তো আর বসতে পারিনা।
বিশ্বাস করো, কেউ যখন তোমাকে কিছু বলে,
আমার এই মনটি কিছুতেই না সহে।
©somewhere in net ltd.