নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

আমরা কি সত্যিই সুরক্ষিত?

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

ভূমিকম্প হয়েছে, হচ্ছে, হবে। স্বাভাবিক।

এর জন্য আমাদের প্রাথামিক কিছু শিক্ষাও দেয়া হয়েছে। কিছু বলতে ২টাই।

- প্রথমত, যত তাড়াতাড়ি সম্ভব কোন শক্ত কিছুর নিচে লুকিয়ে যাওয়া। যেমনঃ খাট, টেবিল ইত্যাদি...।
- দ্বিতীয়ত, যত দ্রুত নেমে খালি জায়গায় অবস্থান নেয়া।


আচ্ছা, আপনাদের বাসা কয়তলা? ঢাকা শহরে নিচ তলার বাড়ি খুব কমই আছে। আমাদের বাসা নয় তলা। থাকি তিন তলায়।
প্রথম পদক্ষেপ গ্রহণ করে যদি আমি খাটের বা টেবিলের নিচে লুকিয়ে যাই তাহলে ভূমিকম্পে যদি আমার উপরের ৬তলা ধ্বসে আমার খাটের বা টেবিলের উপর পড়ে তাহলে কি আমি বেঁচে থাকব?


আপনি কোন এলাকায় থাকেন? ঢাকা শহরের কোন এলাকায় আশেপাশে কোন খালি জায়গা আছে?
ধরেন ধানমন্ডি থাকেন। এখন আপনি দ্বিতীয় পদক্ষেপ নিয়ে লেকের পারে মাঠ আছে ওই জায়গায় যাবেন। এত বড় বড় বাসা থেকে সবাই একসাথে কতটুকু সিউর যে সুস্থ ভাবে নামবেন?
আর যেসব জায়গায় খালি নাই? আশে পাশে রাস্তার পাশে ৫তলা, ৬তলা, ৭তলা বাড়ি? রাস্তায় দাড়িয়ে থাকলে কি বাড়ি গুলো আপনার উপর পড়বে না?

ভূমিকম্পে সুরক্ষিত থাকাটা খুবই টাফ। এরকম হালকা ২ থেকে ২.৫ রিখটার স্কেলের ভূমিকম্পে আমাদের কিছুই হয়না। আমরা স্ট্যাটাস দেই। কিন্তু নেপালের এখন অবস্থা দেখছেন? আমাদেরও কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সকলের সুস্থতা কামনা করি। :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



জাপান সবকিছু তৈরি করতে ভুমিকম্পকে বড় ফ্যাক্রর হিসেবে রেকেহে ডিজাইন করে; সেটা অনুসরণ করেন; পরের জেনারেশন বাঁচবে।

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

উল্লাস সাইমুন বলেছেন: আমাদের অবস্থা হল,
ছোট একটি জায়গা পাইছি চার পিলারে লম্বায় একটি ৫ তলা বাড়ি উঠায় রাখো।

জাপান খুবই ধনী ইভেন খুবই প্রগতিশীল। তারা খুব সহজেই পুনরুদ্ধার করতে পারে।

কিন্তু আমরা? "আল্লাহ করছে" বইলা শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.