নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনা হোক বিড়ম্বনাহীন,চেতনা হোক সৃষ্টিশীল। বদলে যাক প্রতিটি মানুষ, প্রতিটি মস্তিষ্ক হোক জ্ঞানের ভান্ডার।

মস্তিষ্ক মানব

পরিচয় একটাই স্রষ্টার সৃষ্টির সেরা জীবদের মধ্যে একজন।

মস্তিষ্ক মানব › বিস্তারিত পোস্টঃ

বুকের মধ্যে যেন গেঁথে গিয়েছে কষ্ট!!

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

মুশি চাইলে একটি রান নিয়ে ড্র করতে পারতেন। মামুদুল্লাহ ছক্কা হাকানোর চেস্টা না করে দলকে জিতিয়ে দিতে পারতেন। কিন্তু কিছু হল না। আমরা ১৬কোটি মানুষ হারলাম। জিতে গিয়েও হেরে গেলাম। বুকের মধ্যে এমন এক কষ্ট গেঁথে গিয়েছে যে গতকাল রাত থেকে দূর হচ্ছে না।
এমন সুযোগ হয়তো ভারতের মাটিতে আমাদের আসতে আরো কয়েক যোগ লাগবে! সেই দিন যদি আসে আর জিত্তে পারি তাহলে এই কষ্টটা ভুলতে পারবো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। শুভ কামনা তোমাদের জন্য আজীবন তাকবে এবং রইলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: এ কষ্ট অনেক দিন থাকবে।

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

রোষানল বলেছেন: এই হার কেউই মেনে নিতে পারবেনা। আজ দির্ঘ্য ১৬ বছর পরও বাংলাদেশ ক্রিকেটাররা শিখতে পারলোনা কি ভাবে তিন বলে দুই রান নিতে হয়।হায়! পোড়া কপাল।
বাংলাদেশ ক্রিকেট টিমের জারজ সিলেকটর যতদিন থাকবে,
ততোদিন মিঠুনরা অামাদের অস্তিত্ব রাখবে না।
আর জাতি মাহামুদুল্লাহ ও মুশফিক্ কে কোনদিন ক্ষমা করবে না। গ্লামার সর্ট করার প্রবনতা হারাল বাংলাদেশ কে। নায়কচিত উইনিং রান করার অহংকারী মনোভাবই হারালো পুরো জাতীকে। আরে তোরা তো হেরেছিস, কি হয়েছে ২৫০০ ডলার ম্যাচ ফি প্রত্যেকে পেয়েছিস। আর দেশে মোড়ে মোড়ে, গলি-পারা, মহল্লায় কান্নার রোল পরে গিয়েছে। আসলে ভারত জিতে নাই, বাংলাদেশ হেরেছে।প্রতিপক্ষ যেখানে ভারত সেখানে কেন এমন ভুল সিদ্ধান্ত? আজ খুব কষ্ট পেলাম, খুব কষ্ট দিলো ওরা দুইজন

৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

সুমন কর বলেছেন: বুকের মধ্যে এমন এক কষ্ট গেঁথে গিয়েছে যে গতকাল রাত থেকে দূর হচ্ছে না।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

মস্তিষ্ক মানব বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.