![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় একটাই স্রষ্টার সৃষ্টির সেরা জীবদের মধ্যে একজন।
লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম সেই কাঞ্জিত সাধীনতা। কিন্তু আজ সেই সাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ৪৫বছর পেরিয়ে গেলেও আজো আমরা গনত্ন্ত্র নামের গঠনত্ন্ত্র পাইনি। ৪৫বছর পেরিয়ে গেলেও তনুরা ধর্ষিত হচ্ছে কিন্তু ন্যায় বিচার পাইনি। দিনের পর দিন রাজনরা খুন হচ্ছে কিন্তু কোন বিচার আশা করতে পারিনি। এমপি মন্ত্রীদের কারনে আজ দেশের কেন্দ্রিয় ব্যাংক প্রায় শূন্য হয়ে যাচ্ছে তাতে কোন বিচার হচ্ছেনা। ছাত্রলীগের কারনে আজ দেশের মানুষ আতংকে দিন কাটাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের কারখানা। তাহলে কি পেলাম স্বাধীন হয়ে!!!!!
২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
যোগী বলেছেন:
স্বাধীন হয়ে কিছু পাসনাই তো এখানে কী করিস চলে যা তোর বাপের দেশ পাকিস্থানে। সেখানে তালেবান, লস্কর সবই পাবি।
৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
মস্তিষ্ক মানব বলেছেন: ব্যবহার বংশের পরিচয়। শালীন ভাষায় কথা বলুন। যার নিজের বাপের প্রতি
সম্মান নেই সে অন্নের বাপের ব্যাপারে সম্মান দেখাতে পারেনা@যোগী
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: কিছুই পাইনাই। পাকিস্তান ভাল ছিল। তারও আগে বৃটিশরা আরো ভাল ছিল।
স্বাধীনতার কোন দরকার ছিল না।