নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনা হোক বিড়ম্বনাহীন,চেতনা হোক সৃষ্টিশীল। বদলে যাক প্রতিটি মানুষ, প্রতিটি মস্তিষ্ক হোক জ্ঞানের ভান্ডার।

মস্তিষ্ক মানব

পরিচয় একটাই স্রষ্টার সৃষ্টির সেরা জীবদের মধ্যে একজন।

মস্তিষ্ক মানব › বিস্তারিত পোস্টঃ

মানুষের মৃত্যু দেখে আনন্দিত হওনা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০১

মানুষের মৃত্যু দেখে আনন্দিত হওনা! কারন আজকে হয়তো অন্যের মৃত্যু দেখে তুমি খুশিতে আত্নহারা হয়ে মিষ্টিমুখ , গান-বাজনায় মেতে উঠেছ!। কিন্তু তুমাকে যে মরতেই হবে সেটা ভুলেই গেছ। জন্ম নিলে মরতে হয় সেটা স্মরণ করা উচিত। আমাদের রাজনৈতিক অবস্থ এমন হয়ে দাঁড়িয়েছে যে, উনারা মরণকে স্মরণ করার কথা ভুলেই গেছেন । কিছুদিন আগে আমরা একটি বিষয় দেখেছি বা উপলব্ধি করেছি, যারা মৃৎ ব্যক্তিদের নিয়ে এমন হাঁসি-ঠাট্টায় মেতে উঠেছিল! তারা এমনভাব নিয়েছিল যে ওমর হয়ে যাবে। এমনকি তাদের লাফালাফি দেখে নাতস্তিক তাসলিমা নাসরিনও সহ্য করে পারে নাই।

আজ হয়তো আমরা বিপরীত একটি জিনিস দেখেতে পাচ্ছি,যারা গতকাল লাফালাফি করেছিল আজ তারা শোকাহত! আজ অন্যরা হাঁসি-ঠাট্টা করেছে আর তারা মৃত্যু দেখে আনন্দিত না হওয়ার কথা বলে ভাষাহীন হয়ে পড়েছে। কথায় আছে না! "যেমন কর্ম তেমন ফল"।

আমাদের বিশ্ব নবী (সঃ) বলেছেন "মৃৎ ব্যক্তি সম্পর্কে মন্দ কথা বলিও না"। আমাদের উচিত প্রতিহিংসা পরায়ন না হয়ে বরং হাদিসকে অনুসরণ করি তাহলেই আমরা মুক্তি লাভ করতে পারব।
“তুমি যত বড় জ্ঞানীই হও না কেন,
যদি তোমার মধ্যে ইসলামের জ্ঞান
না থাকে তাহলে তুমি একজন মুর্খ
ছাড়া কিছুই নও।”
__________ ড. মোঃ শহীদুল্লাহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.