নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী › বিস্তারিত পোস্টঃ

বোধ জাগার এই তো সময়!

১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:১৪

বোধ জাগার এই তো সময়! কি অসহায় মানব জাতির সবচেয়ে বুদ্ধিমান প্রজাতিটি আজ। একটা ভাইরাস গোটা বিশ্বকে দ্রুত একটি পরিবারে নিয়ে এসেছে...। আমাদের কোন প্রতিপালক নেই। রক্ষাকারী নেই।...বন্ধ হয়ে গেছে রবিবারের গির্জার প্রার্থনা। মসজিদের সাপ্তাহিক জুম্মা, ওমরাহ হজ বন্ধ হয়ে গেছে মানুষের কল্পিত সব ঈশ্বর আরাধনা ...। একটি প্রতিষেধক আসবে কোন ল্যাবরেটরি থেকে। তার প্রতিক্ষায় মানুষ আজ বসে আছে। কোন মন্দির গির্জা মসজিদ থেকে সুখবর আসবে না। কোন পুরোহিত মোল্লা ফাদার ত্রাতা নয়। কেউ কারোর শত্রুও নয়। কোন ইহুদি নাসারা হজ বন্ধ করেনি। কেউ জুম্মা পড়তে বাধা দেয়নি। নেহাত একটি ভাইরাস এসে আল্লাহ তার ঘরের চারপাশে এসে হাজির প্রভূ হাজির বলাকে নিশ্চিত করাতে পারেনি। পবিত্র বলতে পৃথিবীতে আজ কিছু নেই। ভাইরাসের অবাধ যাতায়াত মানুষের কল্পিত পবিত্র সংরক্ষিত জায়গার দম্ভকে চূর্ণ করেছে। কখনো কখনো বিপদ দুঃসময় মানুষকে আয়নার সামনে এনে দাঁড় করায়। আমরা একই হোমো সেপিয়েন্সের ডিএনএ বহন করে চলেছি। আমাদের মিছে জাত ধর্ম পরিচয় আজ মুখ থুবড়ে পড়েছে। একটি ভয়াবহ ভাইরাস দ্রুত তার রূপ বদলে আরো ভয়ংকর হয়ে উঠা বিবর্তনের চাক্ষুষ প্রমাণ আজ মানবজাতির সামনে। তাদের কল্পিত ঈশ্বর আজ নিজের প্রার্থনা রক্ষা করতে নিদারুণভাবে ব্যর্থ। মানুষের বিপদের দিনে মানুষ তাই নিজেই তার বিধাতা। এই যুদ্ধে মানুষের বিজয় হবে কেননা এই সভ্যতা রক্ষার দায় আমাদের। ...

কি লাভ হলো একে অন্যেকে মারার জন্য পারমাণবিক বোমা বানিয়ে? সামান্য একটি ভাইরাস আজ মানবজাতির হন্তারক হয়ে উঠেছে। করোনা যেন যাত্রাপালার বিবেকের সেই গায়ক যে বুঝাচ্ছে তোমরা সবাই গ্রহবাসী বিনিসুতার মালায় গাঁথা। আমাদের শরীর পিঞ্জিরা যে একই ডিজাইনে গড়া তা করোনার আঘাত ছাড়া যেন ভুলতেই বসেছিলাম। কে কাফের কে মেলচ্ছ আর কে মা*লাউন (অভিশপ্ত) আজ? ... এই তো বোধ জাগার সময় ! ঈশ্বর মৃত। মানুষই তার নিজের ভাগ্য নিয়ন্ত্রক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়ে গেছে।

২| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২

ঊণকৌটী বলেছেন: একমাত্র মানুষই চির সত্য,মানুষ এর হাতেই এর সমাধান হবে। আজ নয়ত কাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.