নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ
ভয় 'করোনা' ভয় 'করোনা'
তোমায় আমি মারবোনা-
সত্যি বলছি, চেষ্টা করেও,
মারতে তোমায় পারবোনা।
মনটা আমার বড্ড নরম,
হাতটা তুমি ধোবে যেই,
তোমার ভেতর করবো প্রবেশ,
এমন আমার সাধ্যি নেই!
পাশের লোককে কাশতে দেখে
ভয় পেয়েছ কতইনা-
জানোনা কি মানলে নিয়ম
কাউকে আমি গুঁতোই না।
থাকো থাকো ঘরে থাকো,
মাত্র তুমি সাতটি দিন,
আদর করে বাড়ির সবাই
রাখবে তোমায় রাত্রি দিন।
জ্বরের সাথে শুকনো হাঁচি
দেখলে কাছে ঘেঁষবে না,
ভিড় ভাট্টা জমজমাটি
থাকলে সেথায় যাবেই না।
অভয় দিচ্ছি শুনছো না যে
মুখের ভেতর হাত কেন?
দাঁত দিয়ে নখ কাটছো দেখি
প্রাণেতে ভয় নেই যেন!
আমি আছি ঘাপটি মেরে,
একবারটি বাগে পেলে-
তোমার মধ্যে ঢুকে যাবো,
সাবধানতা না নিলে।।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ।
মানুষকে মানুষ মনে করা আর বর্ণ বা ধর্মের ভিত্তিতে কাউকে দূরের না ভাবাটাই প্রকৃত মানুষের চরিত্র বলে আমি মনে করি। এই বিষয়টায় আপনার সাথে আমার বেশ মিলে গেছে ভাই।
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮
ঊণকৌটী বলেছেন: প্রথমে ভূল স্বীকার করছি ভাই, আজ 9/4/2020 আমার প্রোফাইল গিয়ে আপনার মন্তব্য দেকতে পাই। আসলে আমার লেখা পরে কেউ মন্তব্য করবে ভাবতে পারেনি।অনেক ধন্যবাদ আপনাকে। পৃথিবী টা অনেক ছোট একদিন না একদিন ঠিক দেখা হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: সমকালিন চমৎকার ছান্দিক ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম ভাই। লিখতে থাকুন, সাথেই আছি।