নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী › বিস্তারিত পোস্টঃ

বেশীর ভাগ খেলাতে করোনা হেরে যাচ্ছে ।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

এতদিন ধরে খবরের কাগজ আর T.V. দেখে, সাথে Google করে আমি যা বুঝলাম, Corona - খুব খারাপ না ~
১. সুগার, প্রেসার এর মতো জীবন ভরের রোগ নয় |

২. কিডনী বা ক্যান্সারের মতো কিছু নয়, যাতে ঘটিবাটি বিক্রী করে চিকিৎসা করাতে হয় |

৩. স্ট্রোকও নয়, যে বাকী জীবন লেংচে চলতে হবে |

৪. পাড়া প্রতিবেশী বা আত্মীয়ের অযাচিত পরামর্শ নেই , যে হিল্লী/দিল্লী বা দহ্মিনে যাও, এখানে ভালো ডাক্তার নেই |

৫. প্রাইভেট নার্সিংহোম ভরতিই নেবেনা, পয়সা চোষারও জায়গা নেই |

৬. অগত্যা মধুসুদন সরকারী ডাক্তার, সরকারী হাসপাতাল | কোনো খরচা নেই |

৭. শ্রাদ্ধশান্তি করে লোক খাওয়ানোর ঝামেলা নেই | কেউ আসবে না ।

৮. সবচাইতে সেরা যা, তা হোলো, Corona বলছে, 'এসো লড়ো, বাঁচো কিংবা মরো |(একদম Bull fight - যোদ্ধার মতো কথা), খুব বেশি হলে ১৪ দিনের খেলা | গেম ফিনিশ |

৯. তবে ভালো কথা, বেশীর ভাগ খেলাতে করোনা হেরে যাচ্ছে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

পলাতক মুর্গ বলেছেন: ++++++++

২| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সেটাই যেন হয়,সব খেলাতে করোনা হেরে যায়।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.