নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী › বিস্তারিত পোস্টঃ

একটু দ্বিধায় আছি

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

একটু নয়, ভীষন রকম confused আছি । কারণটা হলো...মনীষীদের মহাউক্তি ।
একটু ভেঙেই বলি বরং...

এক, দুই করে সাজিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে ।

1. একজন বলেছেন --
*দশে মিলি করি কাজ,*
*হারি জিতি নাহি লাজ।*
এই শুনে কাজ করার জন্য যেই লোক-টোক জোটালাম,অমনি আর একজন ফস্ করে বলে বসলেন----
*অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।*
কোনটা শুনবো, কোনটা মানবো!

2. একটা বাণী ছোটবেলায় সবাই শুনেছে---
*সদা সত্য কথা বলিবে।*
এই শুনে যেই সত্যবাদীতার পাঠ নিতে শুরু করলাম, আর একজন বললেন--
*-- কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না।*
সত্য বলবে তাও বাছবিচার!

3. কেউ বলেছেন---
*সৎসঙ্গে স্বর্গবাস,*
*অসৎসঙ্গে নরকবাস।*
এই শুনে যেই যতো বিটকেল ছেলের সঙ্গে মেশা বন্ধ করলাম,
কে একজন বললেন--
*উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।*
কি সব্বোনেশে কথা! মানে ভাল ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত ।

4. কেউ বলেছেন---
*পড়াশোনা করে যে,*
*গাড়িঘোড়া চড়ে সে,*
চমৎকার কথা। মুখ গুঁজে,কোমর বেঁধে বসে পড়লাম পড়াশোনা নিয়ে, Audi গাড়ি চড়া যাবে ভেবে । ব্যাস, অমনি আর একজন বললেন--
*পড়বি, শুনবি, থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।*
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি-ফার্তা করো, সুখে থাকবে।

5. কেউ বলেছেন---
*চুরি করা মহাপাপ।*
কেউ বললেন---
*চুরি করা মহাবিদ্যা,*
*যদি না পড়ো ধরা।*
জয় জগন্নাথ।

6. একজন বললেন---
*দারিদ্র্য মানুষের জীবনে*
*এক মহা অভিশাপ,*
সত্যিই তো। এর মধ্যে আর এক কবি বলে বসলেন--
*হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান।*
তাহলে ভেবে দেখুন,
*গরীব না বড়লোক--*
কি হওয়া উচিত !!!

7. *পৃথিবী টাকার বশ,*
*সবাই জানে, সবাই মানে।*
আবার রামকৃষ্ণদেব বললেন--
*টাকা মাটি, মাটি টাকা।*
কি বিপদ --- কি করা যায় ? নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি-টমি কেনার কথা বলে।
যাক no বিতর্ক।

8. একজন বললেন--
*চোরের মায়ের বড় গলা,*
আর একজন বললেন-
*চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।*
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা !! বলুন তো !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যত মানুষ তত মত। তাইতো মনিষীদের কথা একেক রকম যদিও বিষয় এক।

সুন্দর বিষয় তুলে ধরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.