নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ
------------------"ক্লাস"------------
**..
**************************
*ডাক্তারের কন্যা, একেবারেই* *মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন । নারায়ানামুর্তি যখন সুধা'কে বিয়ে করেন, তখন তিনি বেকার । চাকরি বাকরি* *কিছু করেন না । সুধা'কে তাঁর বাবা জিজ্ঞেস করেন " আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব দের কাছে বেকার জামাই এর পরিচয় কি করে দেবো ??"*
*সুধা বাবাকে বললেন*
*"বোলো এ সুধার স্বামী" !!*
*এর কিছুদিন পরে নারায়ণমুর্তি সুধা'কে বলেন তিনি একটি আই.টি কোম্পানি খুলতে চান, কারন খাঁটি ভারতীয় কোনো আই.টি কোম্পানি তখন এদেশে খুব দরকার । নারায়াণমুর্তি সুধা'কে আরও বলেন "আগামী তিন বছর আমি তোমাকে সংসার চালানোর কোনো খরচা দিতে পারবো না । সংসার তোমার রোজগারেই চালাতে হবে, উল্টে,..এই কোম্পানি খোলার জন্য তোমাকেই আমাকে সাহায্য করতে হবে "।*
*সুধা একটি ছোট্ট টিনের বাস্কে কিছু টাকা জমিয়েছিলেন মোট দশ হাজার দু'শো পঞ্চাশ টাকা ।*
*সুধার ভাষায় " দু'শো পঞ্চাশ টাকা এমার্জেন্সি'র জন্য রেখে, বাকী দশ হাজার আমি ওকে লোন দিয়েছিলাম "।*
*শুরু হলো --" ইনফোসিস"*
*"ইনফোসিস" এর যখন স্বর্ণযুগ চলছে, নারায়ণমুর্তি স্ত্রী'কে এক কোটি টাকা দিতে চেয়েছিলেন । সুধা তাঁকে বললেন --" ফেরত দিতে চাইলে, ওই দশ হাজার-ই ফেরত দাও...!! তোমার লাগলে, আবার ধার দেবো । আর যে এক কোটি আমাকে দিতে চাইছো, সেটা মাদার টেরিজা' কে পাঠিয়ে দাও ।"*
*তখন ভারতবর্ষের সবথেকে বড় আই.টি কোম্পানি ইনফোসিস এর মালিকের স্ত্রী সুধা । কিন্তু "ক্লাস" তো তৈরী হয়নি তাঁর..!!!*
*সাধারণ কম দামী শাড়ী, সাধারণ কথাবার্তা, সাধারণ মানুষ জনে'র সাথে মেলামেশা । ঠাঁট-বাট ই নেই, কলেজে পড়ান, পায়ে হেঁটে বা ফিয়াট ট্যাক্সি চেপে ঘুরে বেড়ান..। নিজেকে তৈরী করেন নি এলিট-ক্লাসে'র জন্য !!*
*কিছুদিন আগে ব্রিটেন যেতে* *গিয়ে প্রথম সমস্যা হলো মেয়ে লন্ডন থেকে "বিজনেস ক্লাস" এর টিকিট পাঠিয়েছিল।* *বোর্ডিং পাশ হাতে নিয়ে "বিজনেস ক্লাসের" লাইনে দাঁড়াতে পিছনের ব্রিটিশ দম্পতি বললেন,*
*"ম্যাডাম, আপনি ভুল লাইনে দাঁড়িয়েছেন, এটা বিজনেস ক্লাসে'র লাইন ।* *"ইকোনমি-ক্লাস" টা ঐ দিকে "। পাশ থেকে ভদ্রলোকের স্ত্রী তির্যক মন্তব্য করলেন --" ক্যাটেল ক্লাস বলো, তাহলে ভালো বুঝতে পারবে"..!!!*
*প্লেনে উঠে সুধা দেখলেন বিজনেস ক্লাসে, তাঁর পাশেই সিট পড়েছে সেই দম্পতির । সুধা আর লোভ সামলাতে পারলেন না...!! উঠে গিয়ে জিজ্ঞেস করলেন " ক্লাস বলতে তোমরা কি বোঝাতে চাও..??? মাদার টেরিজা হচ্ছেন "ক্লাস" । পন্ডিত রবিশংকর হচ্ছেন "ক্লাস" । অ্যালবার্ট আইন্সটাইন হচ্ছেন "ক্লাস"...!! এইটুকু ছোট্ট প্লেনের আবার " ক্লাস" হয় নাকি...???"*
*পরের বিপত্তি হলো হীথরো এয়ারপোর্টে নেমে । ইমিগ্রেশন বিভাগের অফিসার সুধা'কে জিজ্ঞেস করলেন " আপনি লন্ডনে কোথায় উঠবেন, ফর্মে লিখে দিন " ।*
*সুধা ফর্মে লিখলেন --" ১০ নং ডাউনিং স্ট্রিট "...!!*
*অফিসার বললেন --"আর ইউ কিডিং উইথ মি.."!!!*
*সিকিউরিটি গার্ড'রা এগিয়ে এলো !! সে এক ঝামেলা.... ব্রিটিশরা কিছুতেই বিশ্বাস করতে চায় না --তাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাধাসিধে মহিলার জামাই !!!*
*এই হচ্ছে সুধার --" ক্লাস "..!!*
*ইন্টারভিউ এর শেষে সুধা বলেন --" আমি ভালো আছি কারণ -- অসহায় ও গরীব মানুষদের সাহায্য করে আমি মানসিক শান্তি পাই ! কেউ যদি বলে আমি চ্যারিটি করছি, তবে সেটা ভুল । "চ্যারিটি" বলে কিছু হয় না । আমি যেটুকু যা করতে পারছি -- সেটা সমাজের প্রতি আমার কর্তব্য । ডিউটি শুধু নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় । সমাজের প্রতিও আমাদের ডিউটি আছে "।*
*এটা সুধার নিজস্ব " ক্লাস"...!! *********
©somewhere in net ltd.