নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

ঊণকৌটী › বিস্তারিত পোস্টঃ

ভারত পাকিস্তানের যুদ্ধ কেন

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৫

1948 থেকেই উগ্রপন্থীর শিকার হয়ে এসেছে ভারত, চারটি যুদ্ধ হয়ে গেছে প্রতিটি যুদ্ধে হেরেছে তারপর এখন আর সরাসরি আসেনা জিহাদের নামে 72 হুররের লোভ দেখিয়ে কিছু অশিক্ষিত গরিব মূর্খ কে পাঠায় তো তো ভারতের সহনশীলতে আঘাত করেছে আর কত ? এইবার টার্গেট হচ্ছে সেনাবাহিনী কারণ এরাই হচ্ছে মাথা | কত উগ্রপন্থী মারবে ? পাকি সেনা আরো তৈরী করবে তো এইবার টার্গেট পাক আর্মি ও তার জেনারেল | এই প্রক্সি ওয়ার বন্ধ করতে গেলে সর্বাত্মক যুদ্ধের বিকল্প নেই | পাকিস্তান এর ছোট মাঝারি সব নেতাই পারমাবিক বোমার হুমকি দিচ্ছে, এইটাই হচ্ছে ভয় পেয়েছে তাই এই হুমকি দিচ্ছে | প্রশ্ন ভারত কি করবে ? পরমাণু থাকলেই হবেনা তা ইউজ করতে হবে কিন্ত কি ভাবে ? স্থল, আকাশ, জাহাজ এবং গভীর সমুদ্ররে নিউ ক্লিয়ার সাবমেরিন এবং এইটাই হচ্ছে লাস্ট অপশন, পৃথবীর মাত্র পাঁচটি দেশের কাছে এই অপসন আছে তার একটি ভারত, সমস্ত ভারত সারা ভারত যদিও ধংস হয়ে যায় তবে পারমানবিক সাবমেরিন যার হদিস পাওয়া মুশকিল সে পুরো জনপদ কে মুছে ফেলবে | পাকিস্তান এমন একটা দেশ আমেরিকা থেকে পয়সা খেয়ে আফগিস্তান এর বেইমানি করেছে, আমেরিকা পাকিস্তানে ঘাটি গেড়ে বোমা ফেলেছে আফগিস্তানে, তা আফগিস্তানে জনগণ ভুলেনি , বালুচ পাকিস্তানের পাঞ্জাবীর অত্যাচারে অস্তিত্বের লড়াই লড়ছে, সম্পদ গ্যাস ?খনিজ সম্পদ সবই ওদের কিন্ত ভোগ করছে পাঞ্জাবি রা প্রতিটি প্রদেশে বিদ্রোহ সবাই স্বাধীনতা চাইছে, আফগান রা তাদের বর্ডার চাইছে,এক্ষেত্রে আজকের পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপদজনক জাতিতে পরিণত হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা |

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: ভারত- পাকিস্তান কেউই যুদ্ধ করার অবস্থায় নাই।

২| ০১ লা মে, ২০২৫ রাত ১:০৭

ঊণকৌটী বলেছেন: দেখেন আগামী দিনে কি আসে , তবে আগামীর প্রজন্ম হিসেবে আপনি অথবা আপনার মতই দেশের মানুষ এসে হাল সামলাতে পারবেন |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.