![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
ও বাড়ির ছেলেটি নাম তাঁর মকবুল ,
খায় সে যে সিগেরেট নিয়মিত এটা রুল ।
সহসা উঠিয়া শুনি ভোরে তাঁর চিৎকার ,
চারদিকে জড়ো লোকে করছে যে হাহাকার ।
সিগেরেট না খেলে তাঁর পটি হয় না ,
কোথা পাবো সিগেরেট দেরি তো আর সয় না !
খেতে হবে সিগেরেট দিতে হবে এখনি ,
যেথা পাস তাই যাস এনে দিবি তখনি ।
চারদিকে শুরগুল হই হই রই রই ,
আজ তবে সিগেরেট আমরা খুঁজবই ।
চারদিকে লোকে গেল খুঁজল যে সিগেরেট ,
আছে নাকি কারো কাছে সিগেরেট এক প্যাক ?
যদি থাকে কারো কাছে আজ দয়া করো হে ,
সিগেরেট আজ দিলে চির ঋণী হবে সে ।
যেখানেই যে গেল এত শীত সকালে ,
কেহ কিছু নাহি পেল ফিরে এলো হতাশে ।
অবশেষে পানি সাথে ঔষধ খেল সে ,
সহসা উঠিয়া বলে পটি তাঁর এলো যে !
পটি শেষে ফিরে এসে বলল যে একবার ,
ধরবো না সিগেরেট কক্ষনো কোন আর !
এই কান ধরি আমি উঠ-বস করলাম ,
আমি মকবুল আমি সিগেরট ছাড়লাম ।
©somewhere in net ltd.