![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
এই দেশে দুইটা গ্রুপ আছে !
একটা হল এলিট গ্রুপ আরেকটি হল টুকাই গ্রুপ !
কিন্তু মধ্য বিত্তদের কোন গ্রুপ নাই । অর্থাৎ আমরা যারা মধ্যবিত্তের সন্তান তারাও টুকাই গ্রুপের সদস্য ।
কথা বলছিলাম ধানমণ্ডির ৮ নম্বর খেলার মাঠটি নিয়ে যা কিনা তথা কথিত এলিট প্যানেলরা আদালতের রায় ওপেক্ষা করে দখল করে আছে ! শুধু দখলই নয় সর্ব-সাধারনের প্রবেশ ও নিষিদ্ধ করা হয়েছে !
আর আমাদের কে দুইটি ভাগে ভাগ করেছে এই তথা কথিত এলিট প্যানেলরা ।
শেখ জামাল ধান মণ্ডির সভাপতি মঞ্জুর কাদের আজ বলেন “ এই মাঠ এলিটদের জন্য ‘ টুকাইদের’ জন্য নয় ” ।
তিনি আর বলেন “ আইয়ুব খান ( তার পাকিস্তানী জারজ বাপ ) এলিটদের জন্যই এই আবাসিক এলাকা তৈরি করেছেন , তাই তারা এখানে খেলার অধিকার রাখে টুকাইরা নয় ”।
অরে .............. পুলা তোর আইয়ুব বাবাই তু এই দেশে থাকতে পারে নাই আবার আদালতের রায় অমান্য করে রেফারেঞ্চ দিস আইয়ুব বাবার !
তারাতারি মাঠ ছার নইলে তুদের অবস্থা ও হবে ঐ আইয়ুব খানের মত ! আর যাদের কে টুকাই বলিস তাদের সংখ্যা এখনও দেশে ৮০-৯০ ভাগ ।
©somewhere in net ltd.