নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

ভালো তো ভালো না ! এক লঞ্চ ডোবাতেই নৌ পরিবহণ মন্ত্রীর খালাতো বোন পাবে ৩ লাখ ৭৫ হাজার টাকা !

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

ভালো তো ভালো না ! এক লঞ্চ ডোবাতেই নৌ পরিবহণ মন্ত্রীর খালাতো বোন পাবে ৩ লাখ ৭৫ হাজার টাকা !



লঞ্চ ডুবল নিখোঁজ ১২৫ জন, তীরে আসতে সামর্থ্য হয়েছে ১১০ জন ।

প্রশাসন ঘোষণা দিল ২০ হাজার টাকা আর সরকার মৃত হিসেবে প্রমাণ করতে পারলে দিবে ১ লক্ষ ৫ হাজার টাকা করে !



নিখোঁজের ভিতর আছে মন্ত্রীর খালাতো বোনের ৩ মেয়ে তাদেরকে আপাতত জীবিত উদ্ধারের সম্ভাবনা নাই ! সেই হিসেবে মন্ত্রীর খালাতো বোন পাবে ৩ লাখ ৭৫ হাজার টাকা !



২ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে !



আর টিভিতে দিচ্ছে লঞ্চ ডুবা মৃত ব্যক্তিদের এক্সক্লুসিভ খবর ! আমরা হা করে গিলছি !



কিন্তু যাদের পরিবারের সদস্যরা মারা গেছে তারা কি করছে ? তারা লাশ নেবার জন্য অধিক আগ্রহে আহাজারি করছে !



আর সরকার বুলি আওরাচ্ছে এই করবে সেই করবে ! আর আমরা আবাল জনগণ তাদের কথায় কান দিচ্ছি আর ১৫০ জনের জায়গায় ২৫০ জন উঠছি মহা আনন্দে !



প্রতি বছরই আমাদের লঞ্চ না ডুবলে স্বাদের ঈদ জমেনা ! আর বরিশালের যাত্রীগণ প্রতিবছর কাঠের পাটাতন ভেঙ্গে আহত হন না এইরকম গঠনা অস্বীকার করতে পারবেন না ! তার পরও গেদা গেদি করে আমাদের যেতেই হবে !



এখন বাড়ি যান আর অকাল মৃত্যুর জন্য টাকা নেন । ১লক্ষ ২৫ হাজার টাকা ! ভালো তো ভালো না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.